মধ্যমগ্রামে গেঞ্জি কারখানায় বিস্ফোরণ, মৃত ২
মধ্যমগ্রামে তালবেড়িয়া এলাকায় একটি গেঞ্জি কারখানার বয়লারে বিস্ফোরণের জেরে মৃত্যু হল ২জনের। আজ এঘটনা ঘটে বেলা বারোটা নাগাদ। স্থানীয় সূত্রে খবর, ওই কারখানার বয়লারে আচমকাই বিস্ফোরণ হয় এবং এরপর শর্টসার্কিটের জেরে আগুন লেগে যায় কারখানায়। দমকলের দুটি ইঞ্জিন এসে আগুন আয়ত্তে আনে। ঘটনাস্থলে পৌছায় দত্তপুকুর থানার পুলিস।
![মধ্যমগ্রামে গেঞ্জি কারখানায় বিস্ফোরণ, মৃত ২ মধ্যমগ্রামে গেঞ্জি কারখানায় বিস্ফোরণ, মৃত ২](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2014/08/30/28647-madhayamgram-brk.jpg)
বারাসত: মধ্যমগ্রামে তালবেড়িয়া এলাকায় একটি গেঞ্জি কারখানার বয়লারে বিস্ফোরণের জেরে মৃত্যু হল ২জনের। আজ এঘটনা ঘটে বেলা বারোটা নাগাদ। স্থানীয় সূত্রে খবর, ওই কারখানার বয়লারে আচমকাই বিস্ফোরণ হয় এবং এরপর শর্টসার্কিটের জেরে আগুন লেগে যায় কারখানায়। দমকলের দুটি ইঞ্জিন এসে আগুন আয়ত্তে আনে। ঘটনাস্থলে পৌছায় দত্তপুকুর থানার পুলিস।
মৃতদেহ উদ্ধার করতে গিয়ে স্থানীয় জনতার বিক্ষোভের মুখে পড়তে হয় পুলিসকে। তাঁদের অভিযোগ, ওই এলাকায় অনুমতি ছাড়াই কারখানাটি চালু করা হয়েছিল। কীভাবে অনুমতি ছাড়া কারখানা চলছিল তা নিয়ে তদন্ত করছে পুলিস।