বারাসাতে মহিলা খুনের ঘটনায় চাঞ্চল্যকর মোড়

বারাসতের সোনাখড়কিতে মহিলা খুনের ঘটনায় চাঞ্চল্যকর মোড়।  মৃতার স্বামীকে জোর করে অ্যাসিড খাওয়ানো হয়নি বলে জানিয়েছেন চিকিত্‍সকরা। মহিলার স্বামী এই মুহূর্তে আরজি কর হাসপাতালে চিকিত্‍সাধীন। তাঁর ক্ষতচিহ্ন পরীক্ষা করে চিকিতসকরা জানিয়েছেন, কোনওভাবেই ওই ব্যক্তিকে জোর করে অ্যাসিড খাওয়ানো হয়নি। জোর করে অ্যাসিড খাওয়ানো হলে ওই ব্যক্তির ঠোঁটে বা শরীরের অন্যান্য অংশে ক্ষতের চিহ্ন থাকত। 

Updated By: Jan 1, 2013, 06:00 PM IST

বারাসতের সোনাখড়কিতে মহিলা খুনের ঘটনায় চাঞ্চল্যকর মোড়।  মৃতার স্বামীকে জোর করে অ্যাসিড খাওয়ানো হয়নি বলে জানিয়েছেন চিকিত্‍সকরা। মহিলার স্বামী এই মুহূর্তে আরজি কর হাসপাতালে চিকিত্‍সাধীন। তাঁর ক্ষতচিহ্ন পরীক্ষা করে চিকিতসকরা জানিয়েছেন, কোনওভাবেই ওই ব্যক্তিকে জোর করে অ্যাসিড খাওয়ানো হয়নি। জোর করে অ্যাসিড খাওয়ানো হলে ওই ব্যক্তির ঠোঁটে বা শরীরের অন্যান্য অংশে ক্ষতের চিহ্ন থাকত। 
তাঁর শরীরে এমন কোনও ক্ষতচিহ্ন মেলেনি। একইসঙ্গে চিকিত্সকরা জানিয়েছেন, বারাসতের মহিলাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। পিছন দিক থেকে গামছা জাতীয় কোনও কিছু দিয়ে তাঁকে শ্বাসরোধ করা হয়, ফলে তাঁর ঘাড়ের হাড় ভেঙে গিয়েছিল। তার ফলেই ওই মহিলার মৃত্যু হয়েছে। পরে  মৃত্যু নিশ্চিত করতে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করা হয়। চিকিত্সকরা আরও জানিয়েছেন, ওই মহিলার ব্যক্তিগত অঙ্গে আঘাতের কোনও চিহ্ন মেলেনি। অন্যদিকে, খুনের তদন্তভার আজ হাতে নিয়েছে সিআইডি।

.