রাজ্যে ফের আক্রান্ত পুলিস, ভাঙচুর চালানো হয় পুলিসের গাড়িতেও
এ রাজ্যের অনেক কিছুই বদলে গিয়েছে গত কয়েক বছরে। আবার এটাও ঠিক যে, এ রাজ্যে এখন এমন অনেক কিছুই অবিরত ঘটে যায়, যেগুলো বদলানোর কোনও লক্ষণ নেই এখনও পর্যন্ত। রাজ্যে ফের আক্রান্ত পুলিস। এবার ঘটনা কোচবিহারের হরিণচৌড়ায়। স্থানীয় সমবায় সমিতির আর্থিক তছরুপে অভিযুক্ত এক যুবক আত্মঘাতী হন গতকাল রাতে।
![রাজ্যে ফের আক্রান্ত পুলিস, ভাঙচুর চালানো হয় পুলিসের গাড়িতেও রাজ্যে ফের আক্রান্ত পুলিস, ভাঙচুর চালানো হয় পুলিসের গাড়িতেও](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/08/23/64012-police23-8-16.jpg)
ওয়েব ডেস্ক: এ রাজ্যের অনেক কিছুই বদলে গিয়েছে গত কয়েক বছরে। আবার এটাও ঠিক যে, এ রাজ্যে এখন এমন অনেক কিছুই অবিরত ঘটে যায়, যেগুলো বদলানোর কোনও লক্ষণ নেই এখনও পর্যন্ত। রাজ্যে ফের আক্রান্ত পুলিস। এবার ঘটনা কোচবিহারের হরিণচৌড়ায়। স্থানীয় সমবায় সমিতির আর্থিক তছরুপে অভিযুক্ত এক যুবক আত্মঘাতী হন গতকাল রাতে।
আরও পড়ুন জন্মদিনে শুনে নিন কেকে-র গাওয়া অন্যতম সেরা পাঁচ গান
সেই দেহ উদ্ধারে গিয়েই স্থানীয় মানুষের ক্ষোভের মুখে পড়ে কোতোয়ালি থানার পুলিস। তখন সেখানে পুলিসকর্মীদের ব্যাপক মারধর করা হয়। শুধু পুলিসকে মেরেই ক্ষান্ত হয়নি জনতা। ভাঙচুর চালানো হয় পুলিসের গাড়িতেও। পরিস্থিতি সামলাতে লাঠিচার্জ করে পুলিস।