ফের গণধর্ষণের অভিযোগ কাটোয়ায়
ফের গণধর্ষণের অভিযোগ উঠল কাটোয়ায়। অভিযোগ, বাড়িতে ঢুকে ভয় দেখিয়ে ধর্ষণ করা হয়েছে এক মহিলাকে। ঘটনাটি ঘটেছে গত ২৮ ফেব্রুয়ারি রাতে।
ফের গণধর্ষণের অভিযোগ উঠল কাটোয়ায়। অভিযোগ, বাড়িতে ঢুকে ভয় দেখিয়ে ধর্ষণ করা হয়েছে এক মহিলাকে। ঘটনাটি ঘটেছে গত ২৮ ফেব্রুয়ারি রাতে।
কাটোয়ার ঘোষহাটের অনাদিবাবুর বাগান এলাকার বাসিন্দা ওই মহিলা পেশায় সবজি বিক্রেতা। তাঁর অভিযোগ, ওই রাতে বাড়িতে ঢুকে তিন দুষ্কৃতী তাঁর স্বামীর গলায় ধারাল অস্ত্র ধরে ভয় দেখিয়ে তাঁকে বাইরে নিয়ে আসে। এরপর তাঁর উপর ৩ যুবক অত্যাচার চালায় বলে অভিযোগ। ঘটনা জানাজানি হলে তাঁদের খুনের হুমকিও দেয় দুষ্কৃতীরা। ভয়ে ধর্ষিতা মহিলা ও তাঁর স্বামী এলাকা ছাড়েন।
কিন্তু ২৮ তারিখ রাতে ঘটনাস্থলে চিত্কারের শব্দ শুনে প্রতিবেশিদের সন্দেহ হয়েছিল। বুধবার সকালে ধর্ষিতা মহিলা ও তাঁর স্বামী বাড়ি ফিরলে প্রতিবেশীরা তাঁদের কাছে এব্যাপারে জানতে চান। স্থানীয় বাসিন্দাদের উদ্যোগেই এরপর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।