ফের বিতর্কে নানুরের বিদায়ী বিধায়ক গদাধর হাজরা
ফের বিতর্কে নানুরের বিদায়ী বিধায়ক তথা তৃণমূল প্রার্থী গদাধর হাজরা। অভিযোগ, নানুরের চন্ডীদাস মেলা উপলক্ষে স্থানীয় পঞ্চায়েতগুলি থেকে বড় অঙ্কের টাকা চেয়েছেন তিনি। ওই মেলা কমিটির কর্তা গদাধর হাজরা। কমিটির রাইটিং প্যাডে পঞ্চায়েত গুলির থেকে টাকা চেয়ে চিঠি পাঠান তিনি।
![ফের বিতর্কে নানুরের বিদায়ী বিধায়ক গদাধর হাজরা ফের বিতর্কে নানুরের বিদায়ী বিধায়ক গদাধর হাজরা](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/03/18/51720-gadadhar.jpg)
ওয়েব ডেস্ক: ফের বিতর্কে নানুরের বিদায়ী বিধায়ক তথা তৃণমূল প্রার্থী গদাধর হাজরা। অভিযোগ, নানুরের চন্ডীদাস মেলা উপলক্ষে স্থানীয় পঞ্চায়েতগুলি থেকে বড় অঙ্কের টাকা চেয়েছেন তিনি। ওই মেলা কমিটির কর্তা গদাধর হাজরা। কমিটির রাইটিং প্যাডে পঞ্চায়েত গুলির থেকে টাকা চেয়ে চিঠি পাঠান তিনি। চিঠিতে নানুর পঞ্চায়েতকে ৫০ হাজার টাকা এবং বিধানসভা এলাকার বাকি পঞ্চায়েত গুলিকে ২০ হাজার করে টাকা দিতে বলা হয়েছে। চিঠি পেয়ে সমস্যায় পড়েছেন পঞ্চায়েত প্রধানরা। তাদের দাবি, মেলা উপলক্ষে টাকা দেওয়ার কোনও তহবিলই নেই তাদের। বিষয়টি নিয়ে কমিশনের দ্বারস্থ হচ্ছেন তাঁরা।