বারাসতে শ্লীলতাহানির প্রতিবাদ করায় ছুরিকাহত ভাই
ফের শ্লীলতাহানির ঘটনা ঘটল বারাসতে। এবারের ঘটনা মনে করাল রাজীব দাস কাণ্ডকে। রবিবার বিকেল ৫ থেকে ৬টা নাগাদ বারাসতের বামুনগাছি এলাকায় এই ঘটনা ঘটেছে। মাতলির প্রতিবাদ করায় শ্লীলতাহানি করা হয় বিএ দ্বিতীয় বর্ষের এক ছাত্রীর।
Updated By: Feb 24, 2013, 11:50 PM IST
ফের শ্লীলতাহানির ঘটনা ঘটল বারাসতে। এবারের ঘটনা মনে করাল রাজীব দাস কাণ্ডকে। রবিবার বিকেল ৫ থেকে ৬টা নাগাদ বারাসতের বামুনগাছি এলাকায় এই ঘটনা ঘটেছে। মাতলির প্রতিবাদ করায় শ্লীলতাহানি করা হয় বিএ দ্বিতীয় বর্ষের এক ছাত্রীর।
প্রতিবাদ করায় ছুরিকাহত হয়েছেন আক্রান্ত তরুণীর ভাই। বারাসত থানায় অভিযোগ জানাতে গেলে সেখানে তাদের মারধোর করা হয় বলে অভিযোগ। ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। অভিযোগের তীর তৃণমূল পঞ্চায়েত সদস্যের দিকে। আক্রান্তের পরিবারের বিরুদ্ধে পাল্টা অভিযোগ দায়ের করা হয়েছে বারাসত থানায়।
Tags: