লাফিয়ে বাড়ল ইর্ন্টান-হাউসস্টাফদের ভাতা, স্যালাইনকাণ্ডে উঠল জুনিয়র ডাক্তারদের সাসপেনশন

Mamata Doctors Meet: ইন্টার্ন, হাউসস্টাফ, পিজিটিদের ভাতা বাড়ানোর ঘোষণা। চিকিত্‍সকদের সম্মলেনে দশ হাজার টাকা এক লাফে বাড়ানোর সিদ্ধান্ত। ঘোষণা মুখ্যমন্ত্রীর।   

Updated By: Feb 24, 2025, 02:54 PM IST
লাফিয়ে বাড়ল ইর্ন্টান-হাউসস্টাফদের ভাতা, স্যালাইনকাণ্ডে উঠল জুনিয়র ডাক্তারদের সাসপেনশন
ফাইল ছবি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চিকিত্‍সকদের সঙ্গে বৈঠকে কার্যত কল্পতরু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইন্টার্ন ও হাউসস্টাফদের ভাতা বাড়ছে দশ হাজার টাকা। সিনিয়র রেসিডেন্টদের বেতন বাড়ল পনেরো হাজার টাকা। জুনিয়র ডাক্তারদের সাসপেনশন প্রত্যাহারের ঘোষণা। মেদিনীপুর মেডিক্যালের জুনিয়রদের সাসপেনশন প্রত্যাহার করার কথা জানান মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, চিকিত্‍সকদের রাজনৈতিক রং নেই। একটা খারাপ কাজ হলে অনেক কথা বলা হয়। 

আরও পড়ুন, Tangra Murder Case: নাবালকের বয়ানের ভিত্তিতেই প্রসূন দে'কে গ্রেফতার করে নিজেদের হেফাজতে নেবে পুলিস? নাকি...

হাজারটা ভাল কাজে কোনও কথা হয় না। একটা খারাপ কাজে অনেক কথা হয়। আরজি করে নিহতের পরিবারকে সমবেদনা। জাল ওষুধ নিয়ে উদ্বেগ প্রকাশ। ফেক ভিডিয়োর মতো ফেক মেডিসিনও বেরিয়েছে। প্রশাসনকে আরও কড়া হতে নির্দেশ মুখ্যমন্ত্রীর। সর্বস্তরের সিনিয়র রেসিডেন্টদের বেতন ১৫ হাজার টাকা করে বাড়ানোর ঘোষণা করেন তিনি। মুখ্যমন্ত্রীর কথায়, 'ফলে ডিপ্লমাধারী সিনিয়র রেসিডেন্টদের স্যালারি ৬৫ হাজার থেকে বেড়ে হবে ৮০ হাজার টাকা। পোস্ট গ্র্যাজুয়েট সিনিয়র রেসিডেন্টদের বেতন বর্তমানে ৭০ হাজার থেকে বেড়ে হবে ৮৫ হাজার। এবং পোস্ট ডক্টরেট সিনিয়র রেসিডেন্টদের বেতন ৭৫ হাজার থেকে বেড়ে হবে ১ লক্ষ টাকা।'

সোমবার ধনধান্য স্টেডিয়ামে ডাক্তারদের সঙ্গে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, 'সিনিয়র ডাক্তারদের অনুরোধ, তারা যেন কথায় কথায় সব দায়িত্ব জুনিয়র ডাক্তারদের হাতে তুলে না দেন। সিজার বা হার্ট অপারেশন করার মতো জটিল বিষয় কখনও জুনিয়রদের হাতে ছেড়ে দেবেন না। আপনারা কমপক্ষে ৮ ঘণ্টা ডিউটি করুন সরকারি হাসপাতালে। তারপরে যত খুশি প্রাইভেট প্র্যাক্টিস করুন। তিনি আরও বলেন, অপারেশন করার জন্য বা মরণাপন্ন রোগীকে দেখতে হলে সরকারি হাসপাতালে ডেকে পাঠান। পরিকাঠামো রয়েছে সরকারি হাসপাতালে। 

আরও পড়ুন, Tangra Murder Case: প্রণয়ের হাসপাতাল বদলের সম্মতি শ্বশুরের! ছোটভাই প্রসূনের শ্বশুর ফোন তুলে বলেন...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.