London to Bengal: সাইকেলে বিশ্বভ্রমণে বেরিয়ে ভারত দেখে মুগ্ধ ইংরেজ তরুণ! কাজ চালিয়ে নিচ্ছেন ছোট-ছোট হিন্দি শব্দেই...

World Tour on Cougar Cycle: লন্ডন থেকে সাইকেলে বিশ্ব ভ্রমণে বেরিয়ে ভারতে প্রবেশ করলেন অস্কার নামক এক ইংরেজ যুবক। বললেন ভারতের মানুষ প্রকৃতিতে মুগ্ধ তিনি! আর কী বললেন?

Updated By: Feb 23, 2025, 03:57 PM IST
London to Bengal: সাইকেলে বিশ্বভ্রমণে বেরিয়ে ভারত দেখে মুগ্ধ ইংরেজ তরুণ! কাজ চালিয়ে নিচ্ছেন ছোট-ছোট হিন্দি শব্দেই...

প্রদ্যুত দাস: কাউগার সাইকেলে চড়ে বিশ্বভুবন ঘুরছেন ইনি। ইউরোপ, আফ্রিকা, কেনিয়া, কেপটাউন হয়ে তিনি ঘুরে ছুটে চলেছেন পাকিস্তান ও অস্ট্রেলিয়া। তিনি জানান, নেপাল ঘুরে ভারতে ঢুকেছেন তিনি। কে তিনি? 

আরও পড়ুন: EXCLUSIVE | Tangra Murder Case: সোমবার বিকেলে কাজ শেষ হওয়ার পর ঘরের ভেতর থেকেই ছোট কর্তা কৈলাসকে বললেন...

সাইকেল চালিয়ে বিশ্বভ্রমণে বেরিয়েছেন অস্কার নামে লন্ডনের এক যুবক। বর্তমানে তিনি ছুটে চলেছেন উত্তরবঙ্গ দিয়ে। জলপাইগুড়ি হয়ে কোচবিহারের উদ্দেশ্যে রওনা দেওয়ার পথে জলপাইগুড়িতে তাঁর অভিজ্ঞতার কথা বললেন তিনি।

কী বললেন অস্কার?

অস্কার জানান, তিনিই প্রথম ব্যক্তি যিনি কাউগার সাইকেলে চড়ে বিশ্ব ঘুরছেন। ইউরোপ, আফ্রিকা, কেনিয়া, কেপটাউন ঘুরে ছুটে চলেছেন পাকিস্তান ও অস্ট্রেলিয়ার দিকে। তিনি জানান, নেপাল ঘুরে ভারতে ঢুকেছেন তিনি। 

আরও পড়ুন: EXCLUSIVE | Tangra Murder Case: সেদিন শেষবারের মতো ট্যাংরার দে-বাড়িতে পুজো করতে গিয়েছিলেন 'বুলা ব্রাহ্মণ', তারপর...'

এবার ভারত নিয়ে তাঁর অনুভূতির কথা জানালেন অস্কার। ভারতের প্রকৃতি ও মানুষের প্রশংসা করলেন তিনি। উত্তর-পূর্ব ভারতের শান্ত পরিবেশের কথাও বলেছেন তিনি। ভারতের পথে বন্য হাতির দেখাও মিলেছে বলে জানান অস্কার। অস্কার বলেন, প্রয়োজনে ছোট ছোট হিন্দি শব্দ ব্যবহার করেছি। এখানকার মানুষ খুবই ভালো। কথা শেষে নমস্কার জানিয়ে নতুন গন্তব্যের দিকে রওনা হয়ে যান তিনি।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.