দুর্নীতি ও স্বজনপোষণ বরদাস্ত নয়, হুমকি রেজ্জাকের

২৭ মে কলকাতার রেড রোডে শপথ নেন তিনি। মমতা টু মন্ত্রিসভার মন্ত্রীও হয়েছেন। আর তারপরই নিজের ধরনেই হুঙ্কার ছাড়লেন আব্দুর রেজ্জাক মোল্লা।

Updated By: May 29, 2016, 12:20 PM IST
দুর্নীতি ও স্বজনপোষণ বরদাস্ত নয়, হুমকি রেজ্জাকের

ওয়েব ডেস্ক : ২৭ মে কলকাতার রেড রোডে শপথ নেন তিনি। মমতা টু মন্ত্রিসভার মন্ত্রীও হয়েছেন। আর তারপরই নিজের ধরনেই হুঙ্কার ছাড়লেন আব্দুর রেজ্জাক মোল্লা।

সম্প্রতি, তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন এই বর্ষীয়ান নেতা। এবারের নির্বাচনে ভাঙড়ে থেকে তাঁকে প্রার্থীও করা হয়ে। গোষ্ঠীদ্বন্দ্ব, প্রতিকূল পরিস্থিতি এড়িয়ে জয় পান রেজ্জাক মোল্লা। আর তার পুরস্কার হিসেবে তাঁকে রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যানপালন দফতরের মন্ত্রী করা হয়েছে।   

মন্ত্রীত্ব পেয়েই রীতিমতো হুমকির সুরে বলেন, কোনওরকম দুর্নীতি, স্বজনপোষণ বরদাস্ত করা হবে না। ভাঙড়ের সোনপুরের মাঠে এক জনসভায় বক্তব্য রাখেন রেজ্জাক। সেখানে আরও একবার নাম না করেই তৃণমূল কংগ্রেস নেতা আরাবুল ইসলামকেই কটাক্ষ করেন তিনি। সেই সঙ্গে ছিল জোটের বিরুদ্ধে তোপ।

.