হাঁটতে গিয়ে বিস্ফোরণ, উড়ে গেল যুবকের পা
নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্কে বিস্ফোরণে গুরুতর জখম হল এক যুবক। আঠারো বছর বয়সী ওই যুবকের নাম কনর গোল্ডেন।
Updated By: Jul 4, 2016, 11:49 AM IST
ওয়েব ডেস্ক: নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্কে বিস্ফোরণে গুরুতর জখম হল এক যুবক। আঠারো বছর বয়সী ওই যুবকের নাম কনর গোল্ডেন।
সম্ভবত, হাঁটতে গিয়ে কিছুর ওপর পা দিয়েছিলেন ওই যুবক। এরপরই বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। বিস্ফোরণে উড়ে গেছে যুবকের একটি পা। তাঁকে ম্যানহাটনের বেলভিউ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সৌদি আরবের মার্কিন দূতাবাসের কাছে বিস্ফোরণ!
ঘটনাস্থলে পৌছে গোটা এলাকা ঘিরে ফেলে নিউইয়র্ক পুলিস। পৌছয় বম্ব স্কোয়াডও। বাজি থেকে বিস্ফোরণের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা। তবে জখম যুবকের দুই সঙ্গী বাজি রাখার বিষয়টি অস্বীকার করেছে। ঘটনার আকস্মিকতায় হতচকিত হয়ে পড়েন পার্কে আসা বহু মানুষ।