অকল্পনীয় অমানবিকতা! সাহায্য পেলেন না মেট্রোর দরজায় মাথা আটকে যাওয়া নিউ ইয়র্কের মহিলা যাত্রী
মর্মান্তিক অমানবিকতার নজির স্থাপন করল বিশ্বের প্রাচীনতম গণতন্ত্র। নিউইয়র্কের মেট্রো রেলের দরজায় আটকে গেল এক মহিলা যাত্রীর মাথা। কিন্তু, সহযাত্রীর সঙ্কটে এগিয়ে আসতে দেখা গেল না কাউকেই। একে একে মহিলাকে পেরিয়ে গেলেন চার সহযাত্রী। দেখেও দেখলেন না এক পরিবহণ কর্মী।
![অকল্পনীয় অমানবিকতা! সাহায্য পেলেন না মেট্রোর দরজায় মাথা আটকে যাওয়া নিউ ইয়র্কের মহিলা যাত্রী অকল্পনীয় অমানবিকতা! সাহায্য পেলেন না মেট্রোর দরজায় মাথা আটকে যাওয়া নিউ ইয়র্কের মহিলা যাত্রী](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/04/06/82499-metro.jpg)
ওয়েব ডেস্ক: মর্মান্তিক অমানবিকতার নজির স্থাপন করল বিশ্বের প্রাচীনতম গণতন্ত্র। নিউইয়র্কের মেট্রো রেলের দরজায় আটকে গেল এক মহিলা যাত্রীর মাথা। কিন্তু, সহযাত্রীর সঙ্কটে এগিয়ে আসতে দেখা গেল না কাউকেই। একে একে মহিলাকে পেরিয়ে গেলেন চার সহযাত্রী। দেখেও দেখলেন না এক পরিবহণ কর্মী।
ইনস্টাগ্রামে এই ফুটেজ ভাইরাল হয়েছে। মহিলার এক সহযাত্রীই ভিডিওটি তুলেছেন। এই ফুটেজই প্রমাণ করে বিপন্নকে সাহায্য করার চেয়ে তাঁর ছবি তোলার দিকেই বেশি নজর ছিল ওই ব্যক্তির। যদিও, ভিডিওটি কোন স্টেশনের বোঝা যায়নি। মহিলা শেষ পর্যন্ত কীভাবে মুক্তি পেলেন তাও জানা যায়নি। (আরও পড়ুন- মন মতো প্রেমিকা খুঁজে না পেয়ে, যে কাণ্ড ঘটালেন এই চিনা ইঞ্জিনিয়র!)