মাদার টেরেজাকে সন্ত ঘোষণার অনুষ্ঠানে যোগ দিতে রোম পৌঁছলেন মুখ্যমন্ত্রী
ইউরোপ সফরের প্রথম ধাপে, রোমে পৌছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামিকাল এখানেই ভ্যাটিকানে মাদার টেরেজাকে সন্ত ঘোষণা করার প্রক্রিয়া শুরু হবে। মিশনারিজ অফ চ্যারিটির আমন্ত্রণে সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় ও একাধিক রাজ্যের মন্ত্রীরা।
![মাদার টেরেজাকে সন্ত ঘোষণার অনুষ্ঠানে যোগ দিতে রোম পৌঁছলেন মুখ্যমন্ত্রী মাদার টেরেজাকে সন্ত ঘোষণার অনুষ্ঠানে যোগ দিতে রোম পৌঁছলেন মুখ্যমন্ত্রী](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/09/03/64929-mamataromevisit.jpg)
রোম: ইউরোপ সফরের প্রথম ধাপে, রোমে পৌছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামিকাল এখানেই ভ্যাটিকানে মাদার টেরেজাকে সন্ত ঘোষণা করার প্রক্রিয়া শুরু হবে। মিশনারিজ অফ চ্যারিটির আমন্ত্রণে সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় ও একাধিক রাজ্যের মন্ত্রীরা।
আরও পড়ুন- দুবাই বিমানবন্দরে মমতা-সুষমা সাক্ষাত
যে হোটেলে উঠেছেন মুখ্যমন্ত্রী, সেখানেই থাকছেন মিশনারিজ অফ চ্যারিটির সিস্টাররা। থাকছেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ সহ কেন্দ্রের একটি প্রতিনিধি দলও। তাঁদের থাকার বন্দোবস্তের জন্য মুখ্যমন্ত্রী এবং তাঁর সফরসঙ্গীদের জন্য বরাদ্দ একটি ঘর নিয়ে নেওয়া হয়েছে। এতে খানিকটা ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। তবে এর কোনও প্রভাব অবশ্য পড়েনি বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে তাঁর সৌহার্দ্যে। কোনও ফাঁক নেই বিদেশমন্ত্রীর আন্তরিকতায়।