মার্কিন গণতন্ত্রের দুশো পঁচিশ বর্ষপূর্তিতে গোল্ড কয়েনে কৃষ্ণাঙ্গ মহিলা
যুগ সন্ধিক্ষণে দাঁড়িয়ে ফের অতীতে উঁকি দিল আমেরিকা। হোয়াইট হাউস ছাড়ছেন বারাক ওবামা। আসছেন চরম রক্ষণশীল ডোনাল্ড ট্রাম্প। নয়া জমানায় বৈষম্যের সেই কালো দিনগুলি ফিরে আসার আশঙ্কায় ভুগছেন বহু উদারপন্থী মার্কিনি। ঠিক এই সময়েই যুগান্তকারী ঘটনা ঘটল মার্কিন ট্যাঁকশালে। আত্মপ্রকাশ করল একশো ডলারের গোল্ড কয়েন। তাতে খোদাই করা এক কৃষ্ণাঙ্গ মহিলার মুখ। ক্যাপশন লেডি লিবার্টি।
![মার্কিন গণতন্ত্রের দুশো পঁচিশ বর্ষপূর্তিতে গোল্ড কয়েনে কৃষ্ণাঙ্গ মহিলা মার্কিন গণতন্ত্রের দুশো পঁচিশ বর্ষপূর্তিতে গোল্ড কয়েনে কৃষ্ণাঙ্গ মহিলা](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/01/16/76188-coin.jpg)
ওয়েব ডেস্ক: যুগ সন্ধিক্ষণে দাঁড়িয়ে ফের অতীতে উঁকি দিল আমেরিকা। হোয়াইট হাউস ছাড়ছেন বারাক ওবামা। আসছেন চরম রক্ষণশীল ডোনাল্ড ট্রাম্প। নয়া জমানায় বৈষম্যের সেই কালো দিনগুলি ফিরে আসার আশঙ্কায় ভুগছেন বহু উদারপন্থী মার্কিনি। ঠিক এই সময়েই যুগান্তকারী ঘটনা ঘটল মার্কিন ট্যাঁকশালে। আত্মপ্রকাশ করল একশো ডলারের গোল্ড কয়েন। তাতে খোদাই করা এক কৃষ্ণাঙ্গ মহিলার মুখ। ক্যাপশন লেডি লিবার্টি।
আরও পড়ুন- পাক সরকারের বিরুদ্ধে বিস্ফোরক পাশতুন নেতা
মার্কিন গণতন্ত্রের দুশো পঁচিশ বর্ষপূর্তি হিসেবে সামনে এসেছে এই কয়েন। ওবামা বিদায়ের ক্ষণে এক কৃষ্ণাঙ্গীকে গণতন্ত্রের মুখ হিসেবে তুলে ধরল আমেরিকা। কিন্তু, এরপর কী হবে? ট্রাম্প জমানায় কি যুক্তরাষ্ট্রকে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে মার্টিন লুথার কিংয়ের পূর্ববর্তী সময়ে? নাকি অপেক্ষায় আরও ভয়াবহ কিছু? সময়ের স্রোতের উল্টোদিকে হেঁটে আমেরিকা কি ফিরবে গৃহযুদ্ধের পূর্ববর্তী সময়ে? ডোনাল্ডের শাসনে কি অক্ষুণ্ণ থাকবে মার্কিন লেডিদের লিবার্টি?