Ukraine: ভয়াবহ! বিপুল জলরাশি হাঁ করে গিলে নিচ্ছে গোটা দেশ; প্লাবনের অন্য নাম কাখোভকা...
Nova Kakhovka Dam Breached: খেরসন অঞ্চলের অন্তত আটটি গ্রাম বন্যার জলে এখনই প্লাবিত। সেগুলি পুরোপুরি তলিয়ে গিয়েছে। আরও গ্রাম প্লাবিত হবে বলে আশঙ্কা। আশঙ্কা করা হচ্ছে, কৃত্রিম এই বন্যা সর্বনাশা রূপ নিতে পারে। বাঁধটি কেন ধসে পড়েছে, এখনও স্পষ্ট নয়। রাশিয়া ও ইউক্রেন পরস্পরের উপর দোষারোপ করে চলেছে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রাশিয়া নিয়ন্ত্রিত ইউক্রেনের দক্ষিণাঞ্চলের নোভা কাখোভকা নামের বিশাল জলাধারটির বাঁধ ধ্বংস করা হয়েছে। এতে আশপাশের বড় এলাকা প্লাবিত হয়েছে। বাঁধটি গুঁড়িয়ে দেওয়ার জন্য রাশিয়াকে দায়ী করেছে ইউক্রেন ও ইউক্রেনের পশ্চিমি বন্ধুরা। এ ঘটনাকে যুদ্ধাপরাধও বলছে তারা। তবে রাশিয়া বলছে, পাল্টা হামলার ব্যর্থতা আড়াল করতে ইউক্রেনই এই নাশকতা চালিয়েছে। ঘটনায় জলাধারের আশপাশের এলাকার বাসিন্দাদের অন্যত্র আশ্রয় নিতে হচ্ছে। আশঙ্কা করা হচ্ছে, কৃত্রিম এই বন্যা সর্বনাশা রূপ নিতে পারে।
কাখোভকা জলবিদ্যুৎকেন্দ্রটি ইউক্রেনের খেরসন অঞ্চলের নোভা কাখোভকা শহরে অবস্থিত। অঞ্চলটি বর্তমানে রাশিয়ার দখলে। সোভিয়েত আমলে এটি তৈরি। নিপ্রো নদীর পাশ ঘেঁষে যে ছ'টি জলাধার বা ড্যাম তৈরি করা হয়েছিল এটি সেগুলিরই একটি। নিপ্রো এতই বিশাল নদী যে তা ইউক্রেনের উত্তর থেকে দক্ষিণে সমুদ্র পর্যন্ত বিস্তৃত। স্থানীয় লোকজন এই জলাধারকে কাখোভকা সমুদ্র নামে ডাকে। অনেক জায়গায় এটির এপার থেকে ওপার দেখা যায় না। মার্কিন যুক্তরাষ্ট্রের উটাহর গ্রেট সল্টলেকে যে পরিমাণ জল আছে, এই জলাধারে সেই পরিমাণ জলই রয়েছে বলে মনে করা হয়।
বেশ কয়েকটি কারণেই এ জলাধার খুব গুরুত্বপূর্ণ। এটি বিপুল পরিমাণ জল ধরে রাখে। যা থেকে বহু মানুষ উপকৃত হন। উপকৃত হন কৃষকেরাও। তাঁরা ফসল ফলাতে এই জলের উপর নির্ভরশীল। প্রায় ১০০ মাইল উজানে থাকা জাপোরিঝঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রকে ঠান্ডা রাখতেও এই জলাধারের জল ব্যবহার করা হয়।
এহেন জলাধারের বাঁধের একটি অংশ ধসে পড়েছে। সেখান দিয়ে প্রবল বেগে জল বেরিয়ে যাচ্ছে। জলাধারটি ঠিক কখন প্রথম ক্ষতিগ্রস্ত হয়েছিল, তা নিশ্চিত জানা যায়নি। স্যাটেলাইটচিত্রে ধরা পড়া আলোকচিত্রে দেখা গিয়েছে, কয়েকদিন ধরেই জলাধারটির অবস্থার অবনতি ঘটছে। তবে বাঁধ ভেঙে জল কতটা এলাকায় বিস্তৃত হতে পারে, তা স্পষ্ট না হলেও আশঙ্কা, এতে অন্তত ১৬ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারেন। বাড়িগুলির চারপাশে বন্যার মতো জল দাঁড়িয়ে গিয়েছে। স্থানীয় সরকারি দফতরের চারপাশেও জল। জলাধারের ৫০ মাইলের কম দূরত্বে খেরসন শহর। সেখানে নিচু এলাকার বাসিন্দাদের যত দ্রুত সম্ভব উঁচু ও নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে। খেরসন অঞ্চলের অন্তত আটটি গ্রাম বন্যার জলে এখনই প্লাবিত। সেগুলি পুরোপুরি তলিয়ে গিয়েছে। আরও গ্রাম প্লাবিত হবে বলে আশঙ্কা।
আরও পড়ুন: Jean-Marc Laroche: কঙ্কালেরা যৌনতায় লিপ্ত! দেখে কেউ ছুটছেন, কেউ ভয়ে নীল...
কেন বাঁধের উপর হামলা হল, কে করল তা?
বাঁধটি কেন ধসে পড়েছে, এখনো স্পষ্ট নয়। তবে ইউক্রেনের দাবি, রাশিয়া এটি উড়িয়ে দিয়েছে। কেননা রাশিয়ার আশঙ্কা ছিল, ওই বাঁধের উপরের সড়ক ব্যবহার করে ইউক্রেন রুশ বাহিনীর উপর পাল্টা হামলা চালাতে পারে। যদিও রাশিয়া ইউক্রেনের এই অভিযোগ নাকচ করেছে। তারা বরং এজন্যে ইউক্রেনকেই দায়ী করেছে। তাদের যুক্তি, ক্রিমিয়া উপদ্বীপকে জল থেকে বঞ্চিত করতেই এই নাশকতা চালিয়েছে ইউক্রেন।