তুরস্কের সমুদ্রতটে ভেসে এল দু'মুখো ডলফিনের দেহ
Updated By: Aug 11, 2014, 10:04 PM IST
তুরস্কের সমুদ্রতট থেকে উদ্ধার হল দু'মুখো ডলফিনের দেহাবশেষ।
তুরস্কের পশ্চিমাঞ্চলে ইজমির জেলায় সমুদ্রতটে জলে ভেসে আসা দুই মাথাযুক্ত বিরল ডলফিনের দেহ দেখতে পান তুরগুল মেটিন নামের এক ক্রীড়া শিক্ষক। ২৯ বছরের তুরগুল জানান, "ডলফিনের একটি চোখের ঠিকঠাক ছিল না। মাঝসমুদ্রে ডলফিনটি দেখে আমি অবাক হয়ে যাই। তারপরই জলে ভেসে ডলফিনটি। প্রথমে আমার নিজের চোখতে বিশ্বাসই হচ্ছিল না। আমি কোনওদিন এরকম ডলফিনের কথা শুনিনি।"
ডলফিনটির বয়স ১২ মাস। দৈর্ঘ্য ৩.২ ফুট। মেটিন পুলিসে খবর দেন। পুলিস এসে সমুদ্রতট থেকে সরিয়ে নিয়ে যায় ডলফিনটিকে। আকদেনিজ ইউনিভার্সিটির মেরিন বায়োলজিস্ট মেহমেত গোকোগলু ডলফিনটিকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালাবেন। গত বছরই দু'মুখো একটি সিন্ধুঘোটক আবিষ্কার করেন মিশিগান স্টেট ইউনিভার্সিটির বিজ্ঞানীরা।