Pune: পুণেতে থানার অদূরেই বাসে মহিলাকে ধর্ষণ! অধরা অভিযুক্ত, ভাঙচুর-বিক্ষোভ...

Pune: রাজনীতির পারদ চড়ছে। 

Updated By: Feb 26, 2025, 11:45 PM IST
Pune: পুণেতে থানার অদূরেই বাসে মহিলাকে ধর্ষণ! অধরা অভিযুক্ত, ভাঙচুর-বিক্ষোভ...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: বাসে মহিলাকে 'ধর্ষণ', তাও আবার থানা থেকে মাত্র ১০০ মিটার দূরে! কিন্তু দুষ্কৃতীরা এখনও অধরা। বাসস্ট্যান্ডে এবার ভাঙচুর চালালেন বিক্ষোভকারীরা। রাজনীতির পারদ চড়ছে মহারাষ্ট্রের পুণেতে।

আরও পড়ুন:  Student Gave Birth | Headmaster Suspended | কন্যাসন্তানের জন্ম দিল ১০ বছরের ছাত্রী! ভয়ংকর কাণ্ডে কোপে হেডমাস্টার...

পুলিস সূত্রে খবর, নির্যাতিতা মহিলা পেশায় পরিচারিকা। ঘড়িতে তখন সাড়ে ৬টা। মঙ্গলবার পুণের স্বরগেট বাসস্ট্যান্ডে গিয়েছিলেন তিনি। সেখানেই একটি বাসে ওই মহিলাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। নির্যাতিতার দাবি, কোন বাস ছাড়বে, তা দেখিয়ে দেন অভিযুক্তই। কিন্তু সেই বাসে ভিতরে কোনও আলো জ্বলছিল না। অভিযুক্ত জানান, বাসের ভিতরে অন্য যাত্রীরা ঘুমোচ্ছেন। তাই আলো বন্ধ রাখা হয়েছে।

এদিকে মহিলা বাসে উঠতেই  দরজা বন্ধ করে দেন অভিযুক্ত। এরপর তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা। বস্তুত, সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তকে শনাক্তও করে ফেলেছে পুলিস। কিন্তু দেড় দিন পেরিয়ে গেলেও তাকে ধরা যায়নি। বিভিন্ন জায়গাতল্লাশি চালাচ্ছে পুলিস। খতিয়ে দেখা হচ্ছে একাধিক জায়গায় সিসিটিভি ফুটেজও।

এই ঘটনাকে কেন্দ্র আজ, বুধবার দিনভর উত্তপ্ত ছিল পুণে। সংশ্লিষ্ট বাসস্ট্যান্ডে প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচিতে শামিল হন শিবসেনার কর্মী-সমর্থকরা। দেবেন্দ্র ফড়ণবীসের সরকারকে রীতিমতো তুলোধনা করছে বিরোধীরা।

আরও পড়ুন:  Rapido App Cab | Passenger Harassments | গরমেও বন্ধ AC, চালাতে বলায় ছুরির কোপ বসাতে এল অ্যাপক্যাব চালক!

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News​

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.