বার্সেলোনায় ভ্যানের ধাক্কায় চাপা পড়ে মৃত ২, পুলিসের দাবি 'সন্ত্রাসবাদী আক্রমণ'
Updated By: Aug 17, 2017, 10:46 PM IST
![বার্সেলোনায় ভ্যানের ধাক্কায় চাপা পড়ে মৃত ২, পুলিসের দাবি 'সন্ত্রাসবাদী আক্রমণ' বার্সেলোনায় ভ্যানের ধাক্কায় চাপা পড়ে মৃত ২, পুলিসের দাবি 'সন্ত্রাসবাদী আক্রমণ'](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/08/17/91022-br.jpg)
ওয়েব ডেস্ক: বার্সেলোনার সিটি সেন্টার লাস রাম্বলাসের জনবহুল এলাকায় একটি ভ্যানের ধাক্কায় চাপা পড়ে মৃত্যু হল ২ জনের, আহত হয়েছেন প্রায় ২০-২৫ জন। অত্যন্ত ব্যাস্ত এলাকায় হঠাত্ করেই ঢুকে পড়ে ভ্যানটি। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুসারে, দুজন সশস্ত্র ব্যক্তি একটি রেস্তোরাঁয় ঢোকে। 'এল প্যারিস' সংবাদপত্রের খবর অনুসারে, গাড়ির চালক গাড়ি ছেড়ে পালিয়েছে। ওই এলাকায় সাধারণ মানুষের যাতায়াত বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানাচ্ছে সংবাদ সংস্থা এএফপি। স্থানীয় পুলিস ঘটনাটিকে সন্ত্রাসবাদী আক্রমণ হিসাবে দেখছে বলে খবর। তবে ঘটনাটি পূর্বপরিকল্পিত সন্ত্রাসবাদী আক্রমণ না নেহাতই দুর্ঘটনা তা নিয়ে প্রাথমিক স্তরে ধোঁয়াশা এখনও পুরোপুরি কাটেনি।