দেখে বলুন তো, এটা কি সত্যি সাপ?
উপরের ছবি দেখে ঠিক কি মনে হচ্ছে? মনে হচ্ছে যে এটি একটি বাচ্চা সাপ। যেটি একটি ডাল থেকে ঝুলে রয়েছে। যার মুখ দেখলেই মনে হচ্ছে কাটা জিভটিকে এখুনি বের করল বলে। তবে আরও একবার ভালো করে দেখুন তো সত্যি কি এটা একটা সাপ? তাহলে এবার দেখে নিন পরের ছবিটিকে...
![দেখে বলুন তো, এটা কি সত্যি সাপ? দেখে বলুন তো, এটা কি সত্যি সাপ?](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2015/12/21/46827-cata-1.jpg)
ওয়েব ডেস্ক: উপরের ছবি দেখে ঠিক কি মনে হচ্ছে? মনে হচ্ছে যে এটি একটি বাচ্চা সাপ। যেটি একটি ডাল থেকে ঝুলে রয়েছে। যার মুখ দেখলেই মনে হচ্ছে কাটা জিভটিকে এখুনি বের করল বলে। তবে আরও একবার ভালো করে দেখুন তো সত্যি কি এটা একটা সাপ? তাহলে এবার দেখে নিন পরের ছবিটিকে...
শুঁয়োপোকা! হ্যাঁ ঠিকই ধরেছেন, এটা সাপ নয় আসলে এটা একটা শুঁয়োপোকা। শুঁয়োপোকার মাথাটি দেখতে একেবারে বাচ্চা সাপের মতই। পাতার সামনে থেকে দেখলে যাকে সাপ বলেই ভুল করবেন অনেকেই। প্রকৃতির খেলাটা একবার ভাবুন তো!
শুঁয়োপোকাটি নিজের শরীর প্রয়োজন মত বাড়িয়ে সাপের আকৃতি ধারন করতে পারে। যার জন্য দূর থেকে দেখে অনেকেই এই ছোট নিরীহ প্রাণীটিকে সাপ বলে ভুল করবেন অনেকেই।