Bangladesh Weather: ক্রমেই বিপজ্জনক হয়ে উঠছে বাতাস, বায়ুদূষণের শীর্ষে রাজধানী! বাড়ছে শ্বাসকষ্ট...

Bangladesh: বিশ্বে বায়ুদূষণের তালিকায় একেবারে শীর্ষে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকার নাম। আগেকার ঢাকার আবহাওয়া এবং এখনকার ঢাকার আবহাওয়ার মধ্যে এসেছে বিস্তর ফারাক। বাড়ি থেকে বাইরে গেলেই পড়তে হচ্ছে মাস্ক! ইতিমধ্যে...

Updated By: Feb 18, 2025, 12:30 PM IST
Bangladesh Weather: ক্রমেই বিপজ্জনক হয়ে উঠছে বাতাস, বায়ুদূষণের শীর্ষে রাজধানী! বাড়ছে শ্বাসকষ্ট...

সেলিম রেজা: বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। এর পেছনে আছে জলবায়ু পরিবর্তনসহ নানা কারণ। ইতিমধ্যেই বাড়েছে অসুস্থতার হার।

আরও পড়ুন- Sheikh Hasin: 'প্রতিশোধ নিতে দেশে ফিরবই', ইউনূসকে 'হুঁশিয়ারি' হাসিনার!

বিশ্বে বায়ুদূষণের তালিকায় শীর্ষে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকার নাম। সেই সূত্রে এক সতর্কবার্তায় ঘরের জানালা বন্ধ রাখার অনুরোধ করা হয়েছে ঢাকাবাসীকে।

ক্রমেই বিপজ্জনক হয়ে উঠছে বাতাস। বেশ কিছুদিন ধরেই বিশ্বের দূষিত শহরের তালিকায় প্রথম দিকেই রয়েছে রাজধানী ঢাকার নাম। ঢাকার বাতাস জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। আন্তর্জাতিক বায়ুমান প্রতিষ্ঠান একিউআই তথ্য অনুযায়ী, বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে ঢাকা।

রাজধানী ঢাকাবাসীর উদ্দেশ্যে একিউআই-এর সতর্কবার্তা, পরামর্শ দেওয়া হয়েছে বাইরে বের হলে সুস্বাস্থ্যের জন্য অবশ্যই মাস্ক পড়তে হবে। এছাড়াও খোলা স্থানে ব্যায়াম করা যাবে না। আর একটি বড় পরামর্শ দিয়েছে তারা, দিনের বেশিরভাগ সময় ঘরের জানালা বন্ধ রাখতে হবে।

আরও পড়ুন- Gold Price: সর্বকালের সর্বোচ্চ গন্ডি পেরিয়ে দেড় লাখ ছাড়াল সোনার দাম...

প্রায়ই মোটরসাইকেল নিয়ে টেস্ট ড্রাইভে বের হতে হয় ঢাকার উত্তরা মোটর্সের সিনিয়র টেকনিসিয়ান মোহাম্মাদ নুরনবীকে। জি ২৪ ঘন্টার বাংলাদেশ প্রতিনিধিকে তিনি বলেন, আগে রাজধানী ঢাকার বাতাস পরিষ্কার থাকলেও এখন বাতাসে ধূলি কণা বেড়ে যাওয়ায় নিঃশ্বাস নিতে কষ্ট হয়। এখন স্বল্প সময়ের জন্য বের হতে হলেও মুখে মাস্ক পড়তে বাধ্য হই। ঢাকা শহরের বাতাস খুবই অস্বাস্থ্যকর। এই কারণে আমি বাড়ি নিয়েছি শহরের বাইরে।

ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক ডাক্তার ওয়ানাইজা রহমান এই সন্পর্কে জানান, বায়ুদূষণ গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। এটা সব বয়সী মানুষের জন্য ক্ষতিকর। তবে শিশু, অসুস্থ ব্যক্তি, প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের জন্য বায়ুদূষণ খুবই ক্ষতিকর। ঢাকায় বায়ু দূষণের জন্য ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলো দায়ী। বায়ুদূষণের ফলে বাড়ছে শ্বাসকষ্ট, কাশি, নিম্ন শ্বাসনালির সংক্রমণ এবং বিষণ্নতার ঝুঁকি।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.