DR Congo fighting: ছ'দিনে ৭৭৩ নিহত ২৮৮০ আহত! একটি প্রদেশে শুধুই হাহাকার, উদ্বিগ্ন রাষ্ট্রপুঞ্জ...
Congo fighting: জানুয়ারির শেষ দিক থেকেই ক্রমশ উত্তপ্ত হয়ে রয়েছে সমস্ত এলাকা। আহত হয়েছেন বহু সেই সংখ্যাও খালি বাড়ছে। মৃত্যু হয়েছে বহু মানুষের। উদ্বেগ প্রকাশ রাষ্ট্রপুঞ্জের।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কমপক্ষে ৭৭৩ জন মানুষের মৃত্যু হয়েছে। ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোতে গত ছ'দিনের গৃহযুদ্ধে অন্তত ৭৭৩ জনের মৃত্যু। পাশাপাশি আহতদের সংখ্যা ২৮৮০ জন। শনিবার এমনই রিপোর্ট দিয়ে জানিয়েছে রাষ্ট্রপুঞ্জ। জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেছেন, ‘রুয়ান্ডা সমর্থিত এম২৩ বিদ্রোহীরা উত্তর কিভু প্রদেশের রাজধানীটি দখল করার সময় প্রায় ২ হাজার ৮০০ জন আহতও হয়েছেন।' বিদ্রোহীরা এখন দক্ষিণ কিভুর রাজধানী বুকাভুর দিকে অগ্রসর হচ্ছে বলে জানা গেছে।
আরও পড়ুন: দুর্গার পর এবার সরস্বতী, বাংলাদেশে মন্দিরে ঢুকে প্রতিমাকে ধাক্কা মেরে ভাঙল যুবক
কঙ্গোর পূর্বাঞ্চলে সংঘাত ১৯৯০-এর দশকে শুরু হলেও সাম্প্রতিক সপ্তাহে তা দ্রুত বেড়েছে। তুতসি সম্প্রদায়ের সদস্যদের দিয়ে গঠিত মার্চ টোয়েন্টি থ্রি মুভমেন্ট বা এম২৩ বলছে, সংখ্যালঘুদের অধিকার প্রতিষ্ঠায় তারা লড়ছে। অন্যদিকে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের সরকার বলছে, রুয়ান্ডা সমর্থিত এ বিদ্রোহীরা মুখে যা-ই বলুক, তাদের মূল লক্ষ্য হচ্ছে খনিজ সমৃদ্ধ পূর্বাঞ্চল দখল করা।
গত সপ্তাহে কঙ্গোর রাজধানী কিনশাসায় আমেরিকা, ফ্রান্স এবং রোয়ান্ডার দূতাবাসের সামনে বিক্ষোভও হয়েছে। ওই ঘটনার জন্য দুঃখপ্রকাশ করেছেন গণপ্রজাতন্ত্রিক কঙ্গোর যোগাযোগমন্ত্রী প্যাট্রিক মুয়ায়া। এম২৩ বিদ্রোহীদের অগ্রগতি থামাতে কঙ্গো সেনাবাহিনী গোমা ও বুকাভুর মাঝের সড়কে প্রতিরক্ষা লাইন স্থাপন করেছে। বুকাভু রক্ষার জন্য শত শত বেসামরিক স্বেচ্ছাসেবককে তালিকাভুক্ত করা হয়েছে।
আরও পড়ুন: বিশ্ববাজারে রেকর্ড ছুঁল সোনার দাম, এবার দেশেও আরও দামি হতে চলেছে হলুদ ধাতু
গত সপ্তাহের শুরুতেই এম২৩ পশ্চিমে ২ হাজার ৬০০ কিলোমিটার দূরে রাজধানী কিনসাসায় পৌঁছান পর্যন্ত অভিযান অব্যাহত রাখার অঙ্গীকার করেছে। রাষ্ট্রপুঞ্জ ইতিমধ্যেই নিজেদের উদ্বেগ প্রকাশ করেছে। গোটা বিষয়টির উপর সম্পূর্ণ নজরদারি করা হবে বলে জানিয়েছে রাষ্ট্রপুঞ্জ।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)