Saraswati Puja Weather Updates: মাঘেই ঘুরছে পাখা, বাড়ছে তাপ! বাগদেবীর আরাধনা-লগ্নে শীতকে মাঠের বাইরে পাঠাল কি বৃষ্টি-শঙ্কা?

Bengal Winter Update: স্বাভাবিকের উপরে উঠল সর্বোচ্চ তাপমাত্রা! বসন্ত পঞ্চমীর আবহে আবহাওয়া নিয়ে কী বলছে আলিপুর? জানা গিয়েছে, এই সময়ে স্বাভাবিকের থেকে ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস উপরে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। তাহলে?

Updated By: Feb 2, 2025, 11:42 AM IST
Saraswati Puja Weather Updates: মাঘেই ঘুরছে পাখা, বাড়ছে তাপ! বাগদেবীর আরাধনা-লগ্নে শীতকে মাঠের বাইরে পাঠাল কি বৃষ্টি-শঙ্কা?

অয়ন ঘোষাল: এসে গেল রবিবারের সকালের আজকের আবহাওয়া। বসন্ত পঞ্চমীর আবহে আবহাওয়া নিয়ে কী বলছে আবহাওয়া দফতর? জানা গিয়েছে, এই সময়ে স্বাভাবিকের থেকে ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস উপরে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। স্বাভাবিকের উপরে উঠল সর্বোচ্চ তাপমাত্রা বা দিনের তাপমাত্রাও!

আরও পড়ুন: Deadly Road Accident: হাড়হিম রবিবার! উঁচু পাহাড়ি রাস্তা থেকে খাদে পড়ে দু'টুকরো হয়ে গেল যাত্রীবোঝাই বাস! মৃত্যু, হাহাকার, দেহের পর দেহ...

আগামীকাল, সোমবার থেকে দক্ষিণবঙ্গে পারদ কিছুটা নিম্নমুখী হবে। সোমবার থেকে পরিষ্কার আকাশ; দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে আগামী তিন দিনে। সকাল-সন্ধ্যায় সামান্য শীতের আমেজ ফিরলেও ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে বাংলা থেকে শীতের বিদায় বলে অনুমান আবহাওয়াবিদদের। এদিকে ঘন কুয়াশার সতর্কতা। আজ, রবিবার উত্তরবঙ্গের ছয় জেলা এবং দক্ষিণবঙ্গের সাত জেলায় ঘন কুয়াশার সতর্কতা।
 
সিস্টেম
 
একের পর এক পশ্চিমি ঝঞ্ঝা। আগামীকাল ৩ ফেব্রুয়ারি পশ্চিমি ঝঞ্ঝা ঢুকবে উত্তর-পশ্চিম ভারতে। এছাড়াও জেট স্ট্রিম উইন্ড রয়েছে উত্তর ভারতে। আসাম এবং রাজস্থানে রয়েছে জোড়া ঘূর্ণাবর্ত।

দক্ষিণবঙ্গে
 
সোমবার থেকে সামান্য নামতে পারে তাপমাত্রা। দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াসের মতো নামতে পারে। কলকাতায় তাপমাত্রা ১৭/১৮ ডিগ্রি সেলসিয়াসে নামার সম্ভাবনা বলে জানিয়েছেন আবহাওয়া দফতরের বিজ্ঞানীরা। শীতের আমেজ কিছুটা থাকলেও শীতের বিদায়পর্ব মোটামুটি শুরু। সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের অনেকটাই উপরে থাকবে। আপাতত স্বাভাবিকের উপরেই থাকবে তাপমাত্রা। সর্বনিম্ন তাপমাত্রার সঙ্গে বাড়ছে সর্বোচ্চ তাপমাত্রাও।

রয়েছে ঘন কুয়াশার সতর্কবার্তা। আংশিক মেঘলা আকাশ, কোথাও দিনভর মেঘলা আকাশ। রবিবার ঘন কুয়াশার সতর্কতা হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায়। বাকি জেলাগুলিতেও খুব সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। আগামীকাল সোমবার হালকা থেকে মাঝারি কুয়াশা দক্ষিণবঙ্গের জেলায়। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। 

উত্তরবঙ্গ
 
উত্তরবঙ্গের ছয় জেলায় আজ কুয়াশার দাপট। ঘন কুয়াশা থাকবে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়। দৃশ্যমানতা নেমে আসবে ৫০ মিটারে। সোমবার ঘন কুয়াশার দাপট থাকবে দার্জিলিং উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতে। বাকি জেলাতেও হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা।

আগামী ৪/৫ দিন তাপমাত্রার বড়সড় পরিবর্তন নেই। বেশিরভাগ জেলাতেই স্বাভাবিকের উপরেই উঠবে পারদ।

কলকাতা 

স্বাভাবিকের তুলনায় প্রায় ৬.৫ ডিগ্রি সেলসিয়াস উপরে তাপমাত্র। রবিবারেও ২২ ডিগ্রি কলকাতার পারদ। দিনের তাপমাত্রাও স্বাভাবিকের উপরে। সকালে বিক্ষিপ্তভাবে হালকা ও মাঝারি কুয়াশা। সকালে কুয়াশার পরিমাণ একটু বেশিই। বেলা বাড়লে আংশিক মেঘলা আকাশ; কখনো পরিষ্কার আকাশ। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই।

কলকাতার তাপমান
 
আজ, রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ২২.১ ডিগ্রি। গতকাল, শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৪ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৭৮ থেকে ৯৩ শতাংশ। 

আরও পড়ুন: Budget 2025: মধ্যবিত্তের পকেটে এবার বিরাট সাশ্রয়? আর দামি নয় মোবাইল? দেখুন, জরুরি আর কোন কোন জিনিসের দাম কমছে...

ভিনরাজ্যে
 
অতি ঘন কুয়াশার চাদরের মোড়া থাকবে বাংলা বিহার ওড়িশা। মঙ্গল ও বুধবার নাগাদ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.