ব্রিটেনে আরও এক নতুন স্ট্রেনের আতঙ্ক

ভ্যারিয়েন্ট আন্ডার ইনভেস্টিগেশন-বর্গের এই স্ট্রেন নিয়ে অবশ্য আতঙ্কের কিছু নেই বলেই জানাল ব্রিটেন।

Updated By: Mar 7, 2021, 03:22 PM IST
ব্রিটেনে আরও এক নতুন স্ট্রেনের আতঙ্ক

নিজস্ব প্রতিবেদন: 'উহান স্ট্রেনে'র দিন কবেই অতীত। গত কয়েকমাসের মধ্যে বিশ্বের বিভিন্ন দেশে নানা রকম করোনা ভাইরাসের উপদ্রব দেখা দিয়েছে। এর মধ্যে সব থেকে ভয় জাগিয়ে ছিল 'ব্রিটেন স্ট্রেন'। এবার সেই ব্রিটেনেই দেখা গেল করোনার আর-এক নতুন স্ট্রেন। তা নিয়ে উদ্বিগ্ন ব্রিটেন-সহ গোটা বিশ্ব। 

নতুন স্ট্রেনটির সম্পর্কে এখনও খুব বেশি কিছু জানা যায়নি। যদিও ব্রিটেনেই (UK) এর উৎপত্তি বলে প্রাথমিক ধারণা বিজ্ঞানীদের। নতুন স্ট্রেন বিষয়ে বিস্তারিত তত্ত্ব হাতে না আসা পর্যন্ত এই স্ট্রেনটিকে আপাতত 'ভ্যারিয়েন্ট আন্ডার ইনভেস্টিগেশন' বা 'ভিইউআই' (variant under investigation) বলে চিহ্নিত করা হচ্ছে ইংল্যান্ডের জনস্বাস্থ্য দফতরের তরফে (Public Health England)। প্রাথমিক ভাবে বিজ্ঞানীরা এটুকু জানিয়েছেন, ব্রাজিল (Brazil) এবং দক্ষিণ আফ্রিকা (South Africa) স্ট্রেনের সঙ্গে সামঞ্জস্য আছে এই স্ট্রেনটির।

আরও পড়ুন: চোখ রাঙাচ্ছে করোনা, মল-রেস্তোরাঁ-ধর্মীয়স্থানের জন্য নয়া Guidelines কেন্দ্রের

ব্রিটেনে এখনও পর্যন্ত কমপক্ষে ১৬ জনের শরীরে  নতুন স্ট্রেনটির অস্তিত্ব মিলেছে। তবে 'ভ্যারিয়েন্ট অব কনসার্ন ' (variants of concern) বা উদ্বেগজনক স্ট্রেনের তালিকায় না-থাকায় এই স্ট্রেন নিয়ে আতঙ্কের ব্যাপার নেই বলেই আশ্বস্ত করা হয়েছে ইংল্যান্ডের জনস্বাস্থ্য দফতরের তরফে।

আরও পড়ুন: করোনা পরিস্থিতি সঙ্কটজনক ৮ রাজ্যে

.