Russia-UKraine War: যুদ্ধ শেষের ইঙ্গিত! উত্তর ইউক্রেনে আক্রমণের ঝাঁজ কম করতে চায় রাশিয়া
কী কী শর্ত রাখতে পারে রাশিয়া?
নিজস্ব প্রতিবেদন: উত্তর ইউক্রেন ও কিয়েভের কাছে হামলা দ্রুত কমিয়ে ফেলতে চায় রাশিয়া। দু'দেশের মধ্যে সমঝোতাকারীদের সূত্রে এমনটাই খবর আন্তর্জাতিক সংবাদমাধ্যমে। আগামিকাল তুরস্কে রুশ-ইউক্রেন আলোচানার পরই ওই সিদ্ধান্ত কার্যকর করতে পারে রাশিয়া। এমনটাই দাবি সমঝোতাকারীদের। প্রশ্ন উঠছে, তবে কি এবার যুদ্ধ থামাতে চাইছে রাশিয়া!
রাশিয়ার ডেপুটি প্রতিরক্ষামন্ত্রী আলেকজেন্ডার ফোমিন সংবাদমাধ্যমে বলেন, 'ইউক্রেন পরমাণু শক্তি অর্জন করার চেষ্টা করবে না, ন্যাটোয় যোগ না দিয়ে নিরপেক্ষতা বজায় রাখবে এমন শর্তে কিয়েভের কাছাকাছি অঞ্চল ও চেরনিগিভে সেনা তত্পরতা কম করে দেবে রাশিয়া।' দুদেশের মধ্যে সমঝোতাকারী ভ্লাদিমির মেডিনেসস্কি বলেন, ইউক্রেনের শর্তও প্রেসিডেন্ট পুতিনার কাছে রাখা হবে।
কী কী শর্ত রাখতে পারে রাশিয়া? আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর, রাশিয়া চাইছে ন্যাটোয় যোগ দেওয়ার স্বপ্ন ত্যাগ করতে হবে রাশিয়াকে। পাশাপাশি, পরমাণু শক্তিধর দেশ হয়ে ওঠার চেষ্টা থেকে সরে আসতে হবে জেলেনেস্কিকে।
এদিকে, ইউক্রেন জানিয়েছে, ইউক্রেনের যেসব এলাকায় রুশ সেনা ঢুকেছে সেখানে সরকার বিরোধীদের ক্ষমতাধর করার চেষ্টা করছে রাশিয়া। তবে রাশিয়া বুঝে গিয়েছে ইউক্রেনকে ভাঙা যাবে না।