দক্ষিণ পাকিস্তানে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত ৫৮
একটি যাত্রীবাহী বাস ও একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দক্ষিণ পাকিস্তানে প্রাণ হারালেন ৫৮জন। মঙ্গলবার হাইওয়েতে এই ভয়াবহ দুর্ঘটনার পর আগুন লেগে যায়।
![দক্ষিণ পাকিস্তানে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত ৫৮ দক্ষিণ পাকিস্তানে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত ৫৮](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2014/11/11/31057-accident.jpg)
মুলতান: একটি যাত্রীবাহী বাস ও একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দক্ষিণ পাকিস্তানে প্রাণ হারালেন ৫৮জন। মঙ্গলবার হাইওয়েতে এই ভয়াবহ দুর্ঘটনার পর আগুন লেগে যায়।
৭০ জন যাত্রীকে নিয়ে বাসটি সোয়াট ভ্যালি থেকে করাচির দিকে যাচ্ছিল। সিন্ধপ্রদেশে খাইরপুর জেলায় হাইওয়েটে ট্রাকটির সঙ্গে সংঘর্ষ হয় বাসটির।
পুলিস সূত্রে খবর, দুর্ঘটনার সঙ্গে সঙ্গে বাসটির জ্বালানী ট্যাঙ্কে বিস্ফোরণ হয়। ফলে আগুন লেগে যায় বাসে।
নিহতদের মধ্যে ১৯ জন শিশু। প্রত্যেকেরই বয়স ১৪ কম।
গুরুতর আহত হয়ে ১৫ জন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
প্রাথমিকভাবে অনুমান করা হয়েছিল কুয়াশার জন্যই এই অ্যাক্সিডেন্ট হয়েছে।
কিন্তু পরে হাইওয়ে পুলিসের তরফ থেকে জানানো হয়, ওই অঞ্চলে হাইওয়ের উপর কিছু কাজ হচ্ছিল। বাসটির ড্রাইভার দায়িত্বজ্ঞানহীনের মত ওই রাস্তাতেই দ্রুত বেগে বাসটি ছোটাতে যাওয়ার ফলেই দুর্ঘটনা ঘটে।