সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করার অভিযোগ নওয়াজ শরিফের বিরুদ্ধে
দেশের সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করার অভিযোগ খোদ পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের বিরুদ্ধে। উঠল লোক খেপানো, ঘৃণা-বিদ্বেষ ছড়ানোর অভিযোগও। এই ঘটনায় এবার একটি রিপোর্ট নথিভুক্ত করল পাকিস্তান পুলিশ। রাওয়ালপিন্ডির সিভিল লাইন পুলিশে এক পৃষ্ঠার রিপোর্টটি জমা পরে। জমা দেন জনৈক এক আইনজীবী।
![সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করার অভিযোগ নওয়াজ শরিফের বিরুদ্ধে সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করার অভিযোগ নওয়াজ শরিফের বিরুদ্ধে](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/05/05/84954-fdkdfkldkdfkkkfd.jpg)
ওয়েব ডেস্ক : দেশের সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করার অভিযোগ খোদ পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের বিরুদ্ধে। উঠল লোক খেপানো, ঘৃণা-বিদ্বেষ ছড়ানোর অভিযোগও। এই ঘটনায় এবার একটি রিপোর্ট নথিভুক্ত করল পাকিস্তান পুলিশ। রাওয়ালপিন্ডির সিভিল লাইন পুলিশে এক পৃষ্ঠার রিপোর্টটি জমা পরে। জমা দেন জনৈক এক আইনজীবী।
আরও পড়ুন- ১১ মে থেকে ভারতে পরিষেবা বন্ধ করছে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স
রিপোর্টে তিনি জানিয়েছেন, তাঁর কাছে থাকা একটি হোয়াটসঅ্যাপ ভিডিওতে দেখা যাচ্ছে শরিফ সেদেশের জনগণকে প্ররোচনা দিচ্ছেন। সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে ঘৃণা ছড়ানো হয়েছে সেই মন্তব্যে। এই প্রসঙ্গে পাক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করারও দাবি জানিয়েছেন তিনি।