২৫ মিনিটের বক্তৃতায় অস্ট্রেলিয়ায় পার্লামেন্টের মন জয়, মোদী জোর দিলেন দু'দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে
পচিশ মিনিটের বক্তৃতা। তাতেই বারবার উঠল হাততালির তুফান। ভারতীয় সময় মঙ্গলবার ভোররাতে অস্ট্রেলিয়ায় পার্লামেন্টে ভাষণ দিতে গিয়ে দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করার ওপর বিশেষ জোর দিলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, নতুন অর্থনৈতিক সম্ভাবনার খোঁজে অস্ট্রেলিয়ার সামনে গন্তব্য হয়ে উঠবে ভারতই। উঠে এসেছে মেক ইন ইন্ডিয়া-র বার্তাও।
![২৫ মিনিটের বক্তৃতায় অস্ট্রেলিয়ায় পার্লামেন্টের মন জয়, মোদী জোর দিলেন দু'দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে ২৫ মিনিটের বক্তৃতায় অস্ট্রেলিয়ায় পার্লামেন্টের মন জয়, মোদী জোর দিলেন দু'দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2014/11/18/31307-modi.jpg)
ব্যুরো: পচিশ মিনিটের বক্তৃতা। তাতেই বারবার উঠল হাততালির তুফান। ভারতীয় সময় মঙ্গলবার ভোররাতে অস্ট্রেলিয়ায় পার্লামেন্টে ভাষণ দিতে গিয়ে দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করার ওপর বিশেষ জোর দিলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, নতুন অর্থনৈতিক সম্ভাবনার খোঁজে অস্ট্রেলিয়ার সামনে গন্তব্য হয়ে উঠবে ভারতই। উঠে এসেছে মেক ইন ইন্ডিয়া-র বার্তাও।
আগামী বছর অস্ট্রেলিয়ায় মেক ইন ইন্ডিয়া শো করার কথা ঘোষণা করেছেন মোদী। অস্ট্রেলিয়াও ভারতের মাটিতে আগামী বছরের শুরুতে Business Week-এর আয়োজন করবে। স্বচ্ছ শক্তি তথা পরিবেশের লক্ষ্যে ভারতকে ইউরেনিয়াম রফতানি করার কথা বলেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবট। সামাজিক সুরক্ষা, বন্দি প্রত্যর্পণ, পর্যটন, মাদক বিরোধী ব্যবস্থা, সাংস্কৃতিক ক্ষেত্রে চুক্তি স্বাক্ষর করেছে দুদেশ।