১৩/১১-র ছক কষা হয়েছিল সিরিয়াতে, জঙ্গিদের খুঁজতে দেশজুড়ে চিরুনি তল্লাশি
১৩/১১ প্যারিস সন্ত্রাসের ছক কষা হয়েছিল সিরিয়ার মাটিতে। জানিয়ে দিল ফ্রান্স। জঙ্গিদের খুঁজে বের করতে দেশজুড়ে চিরুনি তল্লাশি। ৩ ভাইয়ের ত্রিকোণ রহস্যে বন্দি আইসিস হানার তদন্ত ।
![১৩/১১-র ছক কষা হয়েছিল সিরিয়াতে, জঙ্গিদের খুঁজতে দেশজুড়ে চিরুনি তল্লাশি ১৩/১১-র ছক কষা হয়েছিল সিরিয়াতে, জঙ্গিদের খুঁজতে দেশজুড়ে চিরুনি তল্লাশি](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2015/11/16/45211-attack.jpg)
ওয়েব ডেস্ক: ১৩/১১ প্যারিস সন্ত্রাসের ছক কষা হয়েছিল সিরিয়ার মাটিতে। জানিয়ে দিল ফ্রান্স। জঙ্গিদের খুঁজে বের করতে দেশজুড়ে চিরুনি তল্লাশি। ৩ ভাইয়ের ত্রিকোণ রহস্যে বন্দি আইসিস হানার তদন্ত ।
প্যারিসে সন্ত্রাসের কুশীলব কারা? উত্তর খুঁজছে গোটা ফ্রান্স। ভোরের আলো ফোটার আগেই শুরু দেশজুড়ে চিরুনি তল্লাশি। ১৬৮টি জায়গায় হানা। গৃহবন্দি ১০৪ জন।
আপাতত ৩ ভাইয়ের ত্রিকোণে ঘুরপাক খাচ্ছে প্যারিস সন্ত্রাসের রহস্য।
সালা আবদেসলাম
মহম্মদ আবদেসলাম
ব্রাহিম আবদেসলাম
৩ ভাই। শুক্রবার বাঁতাক্লা কনসার্ট হলের কাছে মারা যায় ব্রাহিম। ঘটনার পর থেকে নিখোঁজ ১৩/১১-র অন্যতম মূলচক্রী সালা আবদেসলাম। সোমবারের ধরপাকড়ে হঠাত্ খবর ছড়ায় আরেক মূলচক্রী মহম্মদ আদেসলামকে গ্রেফতার করেছে বেলজিয়াম পুলিস। পরে জানা যায় ধৃত যুবক মহম্মদ আদেসলাম নয়।
গোয়েন্দাদের দাবি, প্যারিস হামলায় গাড়ির ব্যবস্থা করেছিল ২৬ বছরের মহম্মদ আদেসলাম। বাঁতাক্লা কনসার্ট হলের বাইরে উদ্ধার হওয়া অস্ত্রবোঝাই গাড়ির মালিকও সে। ১৩/১১ হামলায় চিহ্নিত আরও এক সন্দেহভাজন জঙ্গি। নাম আবদেলহামিদ আবুদ। পুলিসের দাবি, বেলজিয়ামের এই যুবক প্যারিস সন্ত্রাসের মূলচক্রী। হামলার পর সে পালিয়ে যায় সিরিয়ায়।
সোমবার জঙ্গিদের সন্ধানে সবচেয়ে জোরাল তল্লাশি চলে বেলজিয়ামের মলেনবিকে। এই মলেনবিক থেকেই বহু যুবক ইরাক আর সিরিয়ায় আইসিসে নাম লিখিয়েছে। বারবার জঙ্গি সন্ত্রাসে জড়িয়েছে মলেনবিকের নাম।
#২০০১ সালে তালিবান বিরোধী নেতা আহমদ শা মসুদের হত্যা
#২০০৪ সালে মাদ্রিদের ট্রেনে বিস্ফোরণে ১৯১ জনের মৃত্যু
#২০১৪ সালে ব্রাসেলসের ইহুদি মিউজিয়মে হামলা
#২০১৫ সালে প্যারিসে শার্লি এবদো সন্ত্রাসের পর একটি দোকানে জঙ্গি হামলা
সোমবার ফ্রান্সের প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভল জানিয়েছেন, তেরো-এগারো প্যারিস সন্ত্রাসের ছক কষা হয়েছিল সিরিয়ার মাটিতে। একই সঙ্গে তাঁর সতর্কবার্তা, খুব শিগগিরই আবার হামলা চালাবে আইসিস। তার জন্য তৈরি থাকুক গোটা ইওরোপ।