পরকীয়ার শাস্তি! স্ত্রীকে রাস্তায় নগ্ন অবস্থায় প্যারেড করালেন স্বামী
Updated By: Jan 26, 2016, 10:17 AM IST
![পরকীয়ার শাস্তি! স্ত্রীকে রাস্তায় নগ্ন অবস্থায় প্যারেড করালেন স্বামী পরকীয়ার শাস্তি! স্ত্রীকে রাস্তায় নগ্ন অবস্থায় প্যারেড করালেন স্বামী](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/01/26/48435-6nude-parade.jpg)
ওয়েব ডেস্ক: নিউ ইয়র্ক শহরের রাস্তায় স্ত্রীকে নগ্ন করে প্যারেড করালেন স্বামী। এরপর স্ত্রীর নগ্ন অবস্থায় প্যারেড করার ছবি নিজেই ক্যামেরা বন্দি করেন, তারপর সেটী আপলোড করে দেন সোশ্যাল নেটয়ার্কে। যা দেখে হতভম্ব ওয়েব দুনিয়া।
কিন্তু কেন করলেন এই কাণ্ড?
স্পষ্ট জবাব, আলাদা আলাদা ৭জন পুরুষের সঙ্গে পরকীয়া করেছে স্ত্রী, এমনকি নগ্ন ছবি পাঠিয়ে ডেট করার প্রস্তাবও দিয়েছে, তাই স্ত্রীকে 'শিক্ষা' দিতেই এই 'চরমপন্থা' গ্রহণ করেছেন তিনি। ওই ব্যাক্তির আরও দাবি, স্ত্রীর ভণ্ডামি ফাঁস করে মানুষের সমবেদনা আদায় করতেই তিনি স্ত্রীকে নগ্ন করে রাস্তায় প্যারেড করিয়েছেন। কিন্তু, সোশ্যাল দুনিয়ার সমবেদনা তো দূর, জুটছে ব্যঙ্গ-বিদ্রুপ আর ঘৃণা।