বিনিয়োগের জন্য ভারতের মতো অনুকুল পরিবেশ দুনিয়ায় একটাও নেই, আইএমএফ-এ বার্তা নির্মলার

চলতি বছরের প্রথম ত্রৈমাসিকের জিডিপির হার ৫ নেমেছে। উত্পাদন শিল্প তলানিতে। অনাদায়ী ঋণে জর্জরিত ব্যাঙ্ক। বাজারে নগদ সংকট এখনও কাটেনি

Updated By: Oct 17, 2019, 12:52 PM IST
বিনিয়োগের জন্য ভারতের মতো অনুকুল পরিবেশ দুনিয়ায় একটাও নেই, আইএমএফ-এ বার্তা নির্মলার
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: ওয়াশিংটনে আন্তার্জাতিক অর্থ ভাণ্ডারে বক্তৃতা রাখতে গিয়ে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বললেন, ভারতের মতো গণতান্ত্রিক এবং পুঁজিবাদি-বান্ধব পরিবেশ দুনিয়ায় একটাও মিলবে না। বিনিয়োগকারীদের জন্য অনুকুল পরিবেশ রাখতে সরকার যে বদ্ধপরিকর, এ কথাও স্পষ্টভাবে বুঝিয়ে দিলেন নির্মলা সীতারামন।

চলতি বছরের প্রথম ত্রৈমাসিকের জিডিপির হার ৫ নেমেছে। উত্পাদন শিল্প তলানিতে। অনাদায়ী ঋণে জর্জরিত ব্যাঙ্ক। বাজারে নগদ সংকট এখনও কাটেনি। পরিস্থিতি বাগে আনতে নিরন্তর দাওয়াই চলছে। যদিও তার সুফল এখনও পর্যন্ত পাওয়া যায়নি বলে মত  অধিকাংশ অর্থনীতিবিদদের। ব্যাঙ্কগুলিকে চাঙ্গা করতে ইতিমধ্যেই ঢালা হয়েছে ৭০ হাজার কোটি টাকা। কর্পোরটে কর ছাঁটাই করা হয়েছে। বিমুখ বিনিয়োগকারীদের মন পেতে নানা পদক্ষেপ ইতিমধ্যে করেছেন নির্মলা সীতারামন।

আরও পড়ুন- সৌদির মক্কা যাওয়ার পথে ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃত ৩৫, আহত ৪

হাল না ছেড়ে বুধবার আইএমএফ অনুষ্ঠানে নির্মলা জানান, ভারত দ্রুততম আর্থিক বৃদ্ধির দেশ। এখানে দক্ষ শ্রমিক এবং শিল্পবান্ধব সরকার রয়েছে, আইন এবং গণতন্ত্র মেনেই তার সমাধান করা হবে। দুনিয়া এমন পরিবেশ কোথাও মিলবে না বলেও স্পষ্ট করে দেন অর্থমন্ত্রী।   

.