খবর পড়তে পড়তে অ্যাঙ্করের খুলে গেল দাঁত, তারপর...দেখুন ভিডিয়ো
১০ বছর আগে তাঁর মেয়ের হাতে থাকা একটি অ্যালার্ম ঘড়ি দূর্ঘটনাবশত লেগে দাঁতটি অর্ধেক ভেঙে গিয়েছিল তাঁর। তার জেরেই এই ঘটনা।
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/styles/zm_98x58/public/2019/02/09/174783-picture3.jpg?itok=_rGqEQYp)
![খবর পড়তে পড়তে অ্যাঙ্করের খুলে গেল দাঁত, তারপর...দেখুন ভিডিয়ো খবর পড়তে পড়তে অ্যাঙ্করের খুলে গেল দাঁত, তারপর...দেখুন ভিডিয়ো](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/07/19/262685-news-anchor.jpg)
নিজস্ব প্রতিবেদন: খবর পড়তে পড়তেই হঠাৎ মুখ থেকে বেরিয়ে এল দাঁত। মাথা ঠান্ডা রেখে পরিস্থিতি মানিয়ে নিলেন সংবাদ উপস্থাপিকা। এভাবেই দক্ষতার সঙ্গে প্রফেসনালিজমের মেলবন্ধন বজায় রাখলেন ইউক্রেনের মারিচকা পাডালকো। বুদ্ধির জোরে মুখের কাছে হাত নিয়ে গিয়ে ধরে আনলেন দাঁত। খবর চলল খবরের গতিতেই।
মারিচকা পাডালকোর লম্বা সাংবাদিক জীবন। ইউক্রেনে দীর্ঘদিন সাংবাদিকতা করছেন তিনি। দাঁত খুলে যাওয়ায় চিৎকার চেচামেচি না করে সম্প্রচারের ব্যাঘাত না ঘটিয়েই পরিস্থিতি সামলেছেন তিনি। নিজেই সোশ্যাল মিডিয়ায় এই ঘটনা শেয়ার করে লিখেছেন, "২০ বছরের উপস্থাপিকা জীবনে এটাই সম্ভবত আমার কৌতূহলী অভিজ্ঞতা।" ১০ বছর আগে তাঁর মেয়ের হাতে থাকা একটি অ্যালার্ম ঘড়ি দূর্ঘটনাবশত লেগে দাঁতটি অর্ধেক ভেঙে গিয়েছিল তাঁর। তার জেরেই এই ঘটনা।
তবে পাডালকোর ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় কুড়িয়েছে একরাশ বাহবা। সকলেই প্রশংসা করেছেন তার এই পরিস্থিতি মানিয়ে চলার ক্ষমতাকে। তিনি অবশ্য মজার ছলে বলেছেন,"আমি ভেবেছিলাম সকলের অলক্ষ্যে এটি বেরিয়ে যাবে, কিন্তু দর্শকদের মনযোগ কমিয়ে দেখা একেবারেই উচিত হয়নি। "
আরও পড়ুুন: 'আসল' অযোধ্যা খুঁজতে এবার আদাজল খেয়ে নামল নেপাল! খোঁড়াখুড়ি শুরু হল বলে