নতুন করে খারাপ হওয়া করোনা-পরিস্থিতির জেরে জরুরি অবস্থার ইঙ্গিত জাপানে
একদিনে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৩৭ জন।
![নতুন করে খারাপ হওয়া করোনা-পরিস্থিতির জেরে জরুরি অবস্থার ইঙ্গিত জাপানে নতুন করে খারাপ হওয়া করোনা-পরিস্থিতির জেরে জরুরি অবস্থার ইঙ্গিত জাপানে](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/01/01/299282-tokyo.jpg)
নিজস্ব প্রতিবেদন: করোনা সংক্রমণ প্রতিরোধে নানা রকম সুরক্ষামূলক বিধিনিষেধ গ্রহণ করেছিল জাপান সরকার। তবু শীতের শুরুতে করোনা-পরিস্থিতি খারাপ হয়ে পড়ল জাপানে। এখন সে দেশে যে কোনও মুহূর্তে জরুরি পরিস্থিতি ঘোষণার মতো অবস্থা।
জাপানের বছরের শেষ দিনটি মোটেই ভাল গেল না। রাজধানী টোকিওতে একদিনে নতুন করে শনাক্ত হওয়া করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা আগের সর্বোচ্চ সংখ্যার চেয়ে এক লাফে অনেকটাই বেড়ে গিয়েছে। আগের সংখ্যাটা ছিল ৩০০। বেড়ে সেটা দাঁড়িয়েছে ১ হাজার ৩৩৭! সারা দেশে করোনা পজিটিভ রোগীর সংখ্যা সাড়ে ৪ হাজার ছাড়িয়ে গিয়েছে। ফলে এই নিউ ইয়ার্সের উদযাপনের আবহে গোটা জাপান জুড়ে করোনা নিয়ে শঙ্কা ও উদ্বেগ বাড়ছে। তাই বেশ বিষণ্ণ মনেই নববর্ষকে স্বাগত জানালেন জাপানবাসী।
করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ইয়াসুতোশি নিশিমুরা (Yasutoshi Nishimura)এক টুইট-বার্তায় জানান, মানুষের সুরক্ষার কথা ভেবে সরকার আবার জরুরি অবস্থা ঘোষণা করার বিষয়টি বিবেচনা করে দেখতে পারে।
Also Read: ফের বিপাকে ভারতীয় চাকরিপ্রার্থীরা, H1-B ভিসায় নিষেধাজ্ঞা মার্চ পর্যন্ত বাড়িয়ে দিলেন ট্রাম্প