ইফতারের আগে ভাত খাওয়ায় এক হিন্দুকে বেধড়ক মারল পাকিস্তানের পুলিস
পবিত্র রমজানেই কলঙ্ক রচনা করল পাকিস্তান। মুসলিম প্রধান দেশে খুশির পরব রমজানের মাসে ইফতারের সময়ের আগে ভাত খাওয়ায় এক হিন্দু বৃদ্ধকে বেধড়ক মারল পাকিস্তানের পুলিস। বৃদ্ধের নাতি বিনোদ কুমার তাঁর দাদুর ওপর এমন নারকীয় নির্যাতনের অভিযোগে জারয়ার পুলিস থানায় ওই পুলিস কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। পাকিস্তানের দণ্ডবিধি ৩৩৭, ৫০৪ ও ৫০৬/২-ধারায় ওই অভিযুক্ত পুলিস কর্মির বিরুদ্ধে মামলা রজু করেছে পুলিস, সংবাদমাধ্যমকে এই কথা জানিয়েছেন SSP মাসুদ।
![ইফতারের আগে ভাত খাওয়ায় এক হিন্দুকে বেধড়ক মারল পাকিস্তানের পুলিস ইফতারের আগে ভাত খাওয়ায় এক হিন্দুকে বেধড়ক মারল পাকিস্তানের পুলিস](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/06/20/58435-11pakistan.jpg)
ওয়েব ডেস্ক: পবিত্র রমজানেই কলঙ্ক রচনা করল পাকিস্তান। মুসলিম প্রধান দেশে খুশির পরব রমজানের মাসে ইফতারের সময়ের আগে ভাত খাওয়ায় এক হিন্দু বৃদ্ধকে বেধড়ক মারল পাকিস্তানের পুলিস। বৃদ্ধের নাতি বিনোদ কুমার তাঁর দাদুর ওপর এমন নারকীয় নির্যাতনের অভিযোগে জারয়ার পুলিস থানায় ওই পুলিস কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। পাকিস্তানের দণ্ডবিধি ৩৩৭, ৫০৪ ও ৫০৬/২-ধারায় ওই অভিযুক্ত পুলিস কর্মির বিরুদ্ধে মামলা রজু করেছে পুলিস, সংবাদমাধ্যমকে এই কথা জানিয়েছেন SSP মাসুদ।
ঘটনাটি ঘটেছে শুক্রবার। গণমাধ্যমের আলোড়নে আসতেই টনক নড়েছে পাকিস্তানের প্রশাসনের। তড়িঘড়ি ব্যবস্থা নিতে চলেছে পাকিস্তান প্রশাসন।
তথ্য সূত্র- The Humanitarian