৬০ ঘণ্টা পর তাইওয়ান ভূমিকম্পের ধ্বংসস্তুপ থেকে অবিশ্বাস্যভাবে উদ্ধার আট বছরের বালিকা

Updated By: Feb 8, 2016, 04:41 PM IST
৬০ ঘণ্টা পর তাইওয়ান ভূমিকম্পের ধ্বংসস্তুপ থেকে অবিশ্বাস্যভাবে উদ্ধার আট বছরের বালিকা

গত শনিবার ৬.৪ মাত্রার বিধ্বংসী ভূমিকম্পে গোটা তাইওয়ান তছনছ হয়ে যায়। যুদ্ধকালীন তত্‍পরতায় শুরু হয় উদ্ধারকার্য। আজ, সোমবার সেই উদ্ধারকার্য অবিশ্বাস্য কায়দায় উদ্ধার হল আট বছরের এক বালিকা। বড় এক আবাসন ভেঙে পড়ে ৬০ ঘণ্টারও বেশি সময় ধরে ধ্বংসস্তুপের মধ্যে আটকে ছিল এই বালিকা।

লি সু-চিন নামের সেই বালিকাকে সচেতন অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনও পর্যন্ত এই ভূমিকম্পে তাইওয়ানে ৩৮ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। নিখোঁজ শতাধিক। গত শনিবার দেশের নববর্ষ উদযাপনের রাতে ভূমিকম্পে কেঁপে ওঠে তাইওয়ান। ১৭ তলা এক বড় বাড়ি তাসের ঘরের মত ভেঙে পড়ে। সেই বাড়ির ধ্বংসস্তুপের পাশেই সবচেয়ে বড় উদ্ধারকার্য অভিযান চলছে। 

.