মাত্র ন'মিনিটেই বিধ্বস্ত একটি আস্ত শহর
জলের তোড়ে দেড়শোর বেশি গাড়ি ভেসে গিয়েছে। সে দেশের আবহাওয়া দফতরের পক্ষ থেকে আগেই সতর্কবার্তা দেওয়া হয়েছিল বৃষ্টির।
নিজস্ব প্রতিবেদন : ন'মিনিটেই তছনছ একটা গোটা শহর। জলের তোড়ে খড়কুটোর মত ভেসে গেল বড় বড় গাড়ি, দোকান। ভেসে যেতে দেখা গেল মানুষকেও। মাত্র ন'মিনিটেই আকাশভাঙা বৃষ্টিতে ভাসল তুরুস্কের রাঝধানী আঙ্কারা।
জলের তোড়ে দেড়শোর বেশি গাড়ি ভেসে গিয়েছে। সে দেশের আবহাওয়া দফতরের পক্ষ থেকে আগেই সতর্কবার্তা দেওয়া হয়েছিল বৃষ্টির। বলা হয়, তিন থেকে চার ঘণ্টা ধরে চলবে বৃষ্টি। সেই সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়া। হাওয়া অফিসের পূর্বাভাস অনুসারে আকাশ কালো করে বৃষ্টি নামল ঠিকই, কিন্তু তিন ঘণ্টার বদলে সেই বৃষ্টিই হল মাত্র ন'মিনিট। হড়কা বানে তছনছ হয়ে গেল গোটা শহর। প্রশাসন সূত্রে জানানো হয়েছে ১৬০টির বেশি গাড়ি ভেসে গিয়েছে জলের তোড়ে। সেই সঙ্গে ভেঙে পড়েছে বহু দোকান।
Mamak'ta gerçekleşen sel felaketi sonrası
Aşocağımızda pişirilen 10.000 kişilik çorba vatandaşlarımıza ikram ediliyor, Afet Müdahale Merkezi personelleri, 2 öncü araç ve Genç Kızılay gönüllülerimizden oluşan 50 kişilik ekip ise sahada 00:00'a kadar hizmet vermeye devam edecek. pic.twitter.com/8P1ms3xGYY— Türk Kızılayı Ankara (@kizilayankara) May 5, 2018
ইতিমধ্যেই উদ্ধারকাজে নেমেছে বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। বহু মানুষকে উচু নিরাপদ স্থানে সরিয়ে আনা হয়েছে। তবে, এখনও হতাহতের কোনও সঠিক খবর পাওয়া যায়নি।
আরও পড়ুন- মার্কিন মুলুকে ভারতীয় ইঞ্জিনিয়র খুনে যাবজ্জীবন প্রাক্তন নৌসেনা আধিকারিকের