৩৫ সন্তানের বাবা হাঁকাতে চান সন্তানের সেঞ্চুরি
৩৮ জনের একটি পরিবার। গোটা পরিবারে সম্পর্ক একটাই। বাবা-মা ও সন্তানের। প্রজন্মও একটিই। হিসেবটা ঠিক মিলছে না তো?
![৩৫ সন্তানের বাবা হাঁকাতে চান সন্তানের সেঞ্চুরি ৩৫ সন্তানের বাবা হাঁকাতে চান সন্তানের সেঞ্চুরি](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/03/28/52274-pakistanifather.jpg)
ওয়েব ডেস্ক: ৩৮ জনের একটি পরিবার। গোটা পরিবারে সম্পর্ক একটাই। বাবা-মা ও সন্তানের। প্রজন্মও একটিই। হিসেবটা ঠিক মিলছে না তো?
পাকিস্তানে কোয়েত্তার একটি গ্রামাঞ্চল হাজারগাঞ্জি। সেখানেই একটি ক্লিনিক চালান জান মহম্মদ খান। এই পরিবারের কর্তা তিনি। তাঁর পরিবারের বাকি সদস্যেরা হলেন তাঁর তিন স্ত্রী ও ৩৫টি সন্তান। হ্যাঁ, ঠিকই শুনেছেন। ৩৫টি সন্তানের বাবা জান মহম্মদ। ৩৩ সন্তানের পর সদ্য আরও ২ সন্তানের জন্ম দিতে চলেছেন জান মহম্মদের দুই স্ত্রী।
একটি প্রাইভেট চ্যানেলের সামনে আসতেই ৩৩ সন্তানের জনক এখন রীতিমত সেলিব্রিটি। তাঁর মতে, আল্লাহর আশীর্বাদেই তিনি এতগুলো সন্তানের বাবা হতে পেরেছেন। আবার বাবা হতে পেরে তিনি প্রথম বারের মতোই খুশি। জান বলছেন, এবার তিনি একশো সন্তানের বাবা হতে চান।