Bangladesh: বিদ্যুত‍্‌ পরিস্থিতি জটিল, বদলের বাংলাদেশে এবার ২৫-এর নীচে AC চালালেই লাইন কাটা হবে...

Bangladesh: গত বছরও গরমের তীব্রতা বেড়ে যাওয়ার সময়ে ২-৩ হাজার মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি হয়েছিল

Updated By: Feb 17, 2025, 06:25 PM IST
Bangladesh: বিদ্যুত‍্‌ পরিস্থিতি জটিল, বদলের বাংলাদেশে এবার ২৫-এর নীচে AC চালালেই লাইন কাটা হবে...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আদানিরা বিদ্যুত্ দিতে অস্বীকার করেও শেষপর্যন্ত তা দিতে রাজি হয়েছে। বকেয়া মেটানোর আগে অনেক ট্যাঁফুঁ করেছিল বাংলাদেশ। শেষপর্যন্ত আদানিদের দ্বারস্থই হতে হল। এরকম পরিস্থিতিতে দেশে বিদ্যুতের অপচয় বন্ধ করতে নয়া ফরমান জারি করলেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, আসন্ন রমজানে বিদ্যুৎ সংকট মোকাবিলায় সচিবালয়-সহ সরকারি-বেসরকারি অফিস, মসজিদ ও বাসাবাড়িতে এসির ব্যবহার ২৫ ডিগ্রি রাখতে হবে। যদি এর নিচে চালানো হয় তাহলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে।

আরও পড়ুন- ভোটার-আধার কার্ড থাকলেই ভারতীয় নাকি! বহু বাংলাদেশিরও তো ওরকম নথি আছে, মন্তব্য কলকাতা হাইকোর্টের

সোমবার রাজধানীতে এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, এসি চালানোর বিষয়টি পর্যবেক্ষণে বিদ্যুৎ বিভাগের নির্দিষ্ট টিম কাজ করবে। কোথাও নির্দেশনার ব্যত্যয় ঘটলে সে এলাকায় লোডশেডিং করা হবে। এবার গরমের সময়ে সর্বোচ্চ ১৮ হাজার মেগাওয়াট বিদ্যুতের চাহিদা উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে। গত বছরও গরমের তীব্রতা বেড়ে যাওয়ার সময়ে ২-৩ হাজার মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি বা লোডশেডিং হয়েছিল। উৎপাদন উঠেছিল ১৬ হাজার মেগাওয়াটের কিছুটা বেশি।

গত ৫ ফেব্রুয়ারি বিদ্যুৎ ভবনে রোজার মাস ও সেচ মৌসুমে বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ সংক্রান্ত আন্ত মন্ত্রণালয় সভা হয়। সভাশেষে উপদেষ্টা ফাওজুল কবির খান সাংবাদিকদের বলেন, ‘রোজার মাস লোডশেডিং মুক্ত রাখার পরিকল্পনা নেওয়া হয়েছে। লোডশেডিং যাতে না হয় সে জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। রোজায় ১৫ হাজার মেগাওয়াট বিদ্যুতে চাহিদা থাকবে। আমরা পুরোপুরি সরবরাহের প্রস্তুতি নিয়েছি।’

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.