Apple-কে ধরে-বেঁধে ভারতে আনলেন মোদী, বাধা 'বন্ধু' ট্রাম্পের

চিনে আইফোন উত্পাদন করে অ্যাপল। সেই উত্পাদনের ২০ শতাংশ ভারতে সরিয়ে আনতে চায় তারা। 

Updated By: May 16, 2020, 06:47 PM IST
Apple-কে ধরে-বেঁধে ভারতে আনলেন মোদী, বাধা 'বন্ধু' ট্রাম্পের

নিজস্ব প্রতিবেদন: করোনা আবহে চিনে থেকে পাততাড়ি গুটিয়ে ভারতে আসতে চাইছে ২০০টিরও বেশি সংস্থা। এমনকি অ্যাপলও চিন থেকে তাদের উত্পাদন ব্যবসা এদেশে সরিয়ে আনার পরিকল্পনা করেছে। কিন্তু ভারতের এমন সুবর্ণ সুযোগের পথে অন্তরায় হলেন খোদ নরেন্দ্র মোদীর বন্ধু, ডোনাল্ড ট্রাম্প। উত্পাদন মার্কিন মুলুকে ফিরিয়ে না নিয়ে গেলে সংস্থার কাছ থেকে মোটা জরিমানা উসুলের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। 
 
চিনে আইফোন উত্পাদন করে অ্যাপল। সেই উত্পাদনের ২০ শতাংশ ভারতে সরিয়ে আনতে চায় তারা। এনিয়ে ডোনাল্ড ট্রাম্পের প্রতিক্রিয়া জানতে চান ফক্স বিজনেস নিউজের সাংবাদিক। মার্কিন প্রেসিডেন্ট জবাব দেন,''আমরা এটা অনুমোদন করছি না। এই ধরনের সংস্থাগুলিকে এবার সিধে রাস্তায় আসতে হবে।'' ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদীর সম্পর্ক যথেষ্ট বেশ ভালোই। এহেন পরিস্থিতিতে ট্রাম্পের বক্তব্য সেই সম্পর্কে তাল ভাঙছে। হাইড্রোঅক্সিক্লোরোকুইন নিয়েও বিতর্ক সৃষ্টি হয়েছিল। ওয়াকিবহাল মহলের মতে, প্রেসিডেন্ট নির্বাচনের আগে করোনার ধাক্কায় ট্রাম্প এমনিতেই কোণঠাসা। সে কারণে 'ইউএসএ ফাস্ট' নীতি নিতেই হবে তাঁকে।             
 
চিন থেকে ব্যবসা ভারতে নিয়ে আসতে চাইছে বহু সংস্থা। তাদের জন্য জমিও দেখে রাখার কাজ শুরু করে দিয়েছে মোদী সরকার। গতবছরের শেষে অ্যাপল, স্যামসাং ও  লাভার আধিকারিকদের বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই বৈঠকের পরই অ্যাপল সিদ্ধান্ত নেয় অ্যাপল। চিনের উত্পাদন কারখানার ২০ শতাংশ সরিয়ে আনা হবে ভারতে।  আগামী ৫ বছর ধরে ভারতে ৪০ বিলিয়ন মার্কিন ডলারের আইফোন তৈরি করে উত্পাদনকারী সংস্থা ফক্সকন ও উইসট্রন। ভারত থেকে বিভিন্ন দেশে রফতানি হবে আইফোন।

আরও পড়ুন- করোনা মোকাবিলায় এবার 'বন্ধু' রাষ্ট্র ভারতকে ভেন্টিলেটর দেবে আমেরিকা

.