ব্রাজিলে ফুটবলারদের নিয়ে ভেঙে পড়া বিমানে দুর্ঘটনার আগে ঠিক কী ঘটেছিল (ভাইরাল ভিডিও)
গোটা ব্রাজিলে শোকের ছায়া। কী কারণে ঘটেছিল ব্রাজিলের ফুটবলারদের নিয়ে ভেঙে পড়া সেই কলম্বিয়ার বিমানে?সেই প্রশ্নই এখন ঘুরছে।
Updated By: Dec 1, 2016, 06:48 PM IST
ওয়েব ডেস্ক: গোটা ব্রাজিলে শোকের ছায়া। কী কারণে ঘটেছিল ব্রাজিলের ফুটবলারদের নিয়ে ভেঙে পড়া সেই কলম্বিয়ার বিমানে?সেই প্রশ্নই এখন ঘুরছে।
জিপিএস কাজ করছিল না, জ্বালানি ফুরিয়ে গিয়েছিল সেই বিমানের। ভিডিওতে দেখা যাচ্ছে বিমানের পাইলটের শেষ মুহূর্তের আর্ত চিত্কার এমনই শোনাচ্ছিল। একেবারে শেষে বিমানের পাইলট বলে উঠেছিলেন, 'এবার আর রেডারের সঙ্গে যোগাযোগ করতে পারছি না। রানওয়ে কত দূরে! বিমান অনেকটা নীচে নেমে গিয়েছে। আমরা এক হাজার ফুটে। তবে অন্যপ্রান্ত থেকে কোনও জবাব পাওয়া যায়নি। দেখুন নিচের ভিডিওতে
ধ্বংসস্তুপ থেকে উদ্ধার হয়েছে ব্ল্যাক বক্স। এরপরই তথ্য বিশ্লেষণ করে দুর্ঘটনার আসল কারণ জানার চেষ্টা চলছে।