৪০০ মহিলার সঙ্গে 'সেক্স' করে ব্রিটিশ যুবকের দাবি 'জীবন নষ্ট হয়ে গেল'

বেনি জেমস। ব্রিটিশ নাগরিক। ৪০০ জন মহিলার সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের পর দাবি করেলন, "জীবন নষ্ট হয়ে গেছে"।

Updated By: Feb 8, 2016, 02:57 PM IST
৪০০ মহিলার সঙ্গে 'সেক্স' করে ব্রিটিশ যুবকের দাবি   'জীবন নষ্ট হয়ে গেল'

ওয়েব ডেস্ক: বেনি জেমস। ব্রিটিশ নাগরিক। ৪০০ জন মহিলার সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের পর দাবি করেলন, "জীবন নষ্ট হয়ে গেছে"।

বেনি জেমসের আক্ষেপ," আমি একটি সুন্দর জীবন চেয়েছিলাম। প্রথম প্রথম আমার মেয়েদের প্রতি চূড়ান্ত আকর্ষণ তৈরি হত। কিন্তু আমি তাঁদের সঙ্গে সেক্স করার পর আমার সমস্ত আকর্ষণ শেষ হয়ে যেত"। এইভাবে গোটা জীবনটাই নষ্ট হয়ে যাচ্ছে তাঁর, দাবি বছর ২২-এর যুবক বেনি জেমসের। শেষ সপ্তাহতেও নাকি ৬ জন নারীর সঙ্গে যৌন সহবাসে লিপ্ত হয়েছেন বেনি জেমস, দাবি Metro.co.uk ওয়েবসাইটের। ওই ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে বেনি জেমস বলছেন, "আমি অনেক চেষ্টা করেছি যৌন সঙ্গম থেকে দূরে থাকতে, কিন্তু আমি ব্যর্থ। একের পর এক যৌন সম্পর্কে লিপ্ত হয়ে আমি এখন উদাস, আমার আর যৌনতা ভাল লাগে না"।

 

.