Bangladesh| Bangabandhu Stadium: ঢাকার জাতীয় স্টেডিয়ামের নাম থেকে সরল 'বঙ্গবন্ধু', নতুন নামকরণ করল ইউনূস সরকার

Bangladesh| Bangabandhu Stadium: বর্তমান সরকার সেই সকল বাড়িঘরের নাম বদল করার সিদ্ধান্ত নেয়। গত সপ্তাহে ১৫০টি উপজেলা স্টেডিয়ামের নতুন নামকরণ করে

Updated By: Feb 15, 2025, 10:57 PM IST
Bangladesh| Bangabandhu Stadium: ঢাকার জাতীয় স্টেডিয়ামের নাম থেকে সরল 'বঙ্গবন্ধু', নতুন নামকরণ করল ইউনূস সরকার

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাংলাদেশ থেকে বঙ্গবন্ধুর নাম মুছে ফেলতে আরও এক ধাপ। ঢাকার পল্টনের বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম-এর নাম বদলে ফেলল মহম্মদ ইউনূস সরকার। শনিবার জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলাম জানিয়েছেন স্টেডিয়ামের নতুন নাম হয়েছে 'জাতীয় স্টেডিয়ান, ঢাকা'। বাদ দেওয়া হয়েছে 'বঙ্গবন্ধু' শব্দটি। জাতীয় পর্যায়ে এই প্রথম কোনো স্টেডিয়ামের নাম বদল করল অন্তর্বর্তীকালীন সরকার।

আরও পড়ুন-আলোচনার টেবিলে বিজিবি-বিএসএফ, এইসব ইস্যুতে তোলপাড় হতে পারে বৈঠক

শেখ হাসিনা দেশ ছাড়ার পর আওয়ামী লীগের সমর্থকদের উপরে হামলার পাশাপাশি বাংলাদেশে বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার একটা প্রয়াস শুরু হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবের বাড়িতে হামলা হয়েছে। তা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ১৯৫৪ সালে প্রতিষ্ঠিত হয় ঢাকার ওই স্টেডিয়াম। সেইসময় নাম ছিল ঢাকা স্টেডিয়াম। ক্রিকেট ও ফুটবল দুটি খেলাই এখানে হত। ২০০০ সালে বাংলাদেশের প্রথম টেস্ট এখানেই হয়েছিল। এরপর ক্রিকেট এই স্টেডিয়াম থেকে সরে যায়। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতার আসার পর ১৯৯৮ সালে স্টেডিয়ামটির নামকরণ করা হয় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম।

দেশের বিভিন্ন ভবনের মতো ক্রীড়াঙ্গনেও অনেকে স্থানের নাম ছিল শেখ মুজিবের পরিবারের নামে। বর্তমান সরকার সেই সকল বাড়িঘরের নাম বদল করার সিদ্ধান্ত নেয়। গত সপ্তাহে ১৫০টি উপজেলা স্টেডিয়ামের নতুন নামকরণ করে। আজ পরিবর্তন করল জাতীয় পর্যায়ের এক স্টেডিয়ামের নাম।

 (দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.