Bangladesh: পাকিস্তানিদের ভিসার জন্য একবছরে ২ হাজার ক্লিয়ারেন্স দিয়েছে বদলের বাংলাদেশ 

Bangladesh:  আগে পাকিস্তানি নাগরিকদের বাংলাদেশের ভিসার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ক্লিয়ারেন্স প্রয়োজন হত

Updated By: Feb 23, 2025, 03:26 PM IST
Bangladesh: পাকিস্তানিদের ভিসার জন্য একবছরে ২ হাজার ক্লিয়ারেন্স দিয়েছে বদলের বাংলাদেশ 

সেলিম রেজা | ঢাকা: শেখ হাসিনা দেশ ছাড়তেই অনেকটাই ঘুরে গিয়েছে বাংলাদেশের পাকিস্তান নীতি। সে দেশে পড়ুয়া পাঠানো থেকে শুরু করে ইসলামাবাদের কাছ থেকে পণ্য আমদানি করা শুরু করেছে মহম্মদ ইউনূস সরকার। পাশাপাশি পাকিস্তানিদের ভিসা দেওয়া শুরু করে ঢাকা। ২০২৪ সালে পাকিস্তানি নাগরিক অথবা পাকিস্তানি বংশোদ্ভূতদের ভিসার জন্য ২ হাজার ক্লিয়ারেন্স দেয় বাংলাদেশ সরকার।

আরও পড়ুন-আগামী ২৭ ফেব্রুয়ারি তৃণমূলের রাজ্য সম্মেলন, সংগঠনে বড়সড় রদবলের সম্ভাবনা!

সম্প্রতি জি ২৪ ঘন্টার বাংলাদেশ প্রতিনিধিকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা এ তথ্য জানান। তিনি জানান, আগে পাকিস্তানি নাগরিকদের বাংলাদেশের ভিসার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ক্লিয়ারেন্স প্রয়োজন হত। এ ক্লিয়ারেন্স ছাড়া তাদের ভিসা দেওয়া হত না। এখন ক্লিয়ারেন্স ছাড়াই পাকিস্তানিরা ভিসা পাচ্ছেন। ২০২৪ সালে পাকিস্তানি নাগরিকদের ভিসার জন্য ২ হাজার ক্লিয়ারেন্স দেওয়া হয়।

গত বছরের ডিসেম্বরের শুরুতে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ বহিরাগমন-৬ শাখার উপসচিব আলীমুন রাজিব স্বাক্ষরিত এক আদেশে জানানো হয়, পাকিস্তানি নাগরিক অথবা পাকিস্তানি বংশোদ্ভূত যে কোনও দেশের নাগরিকের ভিসা সহজীকরণের লক্ষ্যে সুরক্ষা সেবা বিভাগ কর্তৃক ২০১৯ সালের ১১ ফেব্রুয়ারি জারি করা পত্রটি বাতিল করা হল। ফলে এসব নাগরিকের ভিসার আবেদন বিদেশের বাংলাদেশ দূতাবাস, মিশন সরাসরি নিষ্পত্তি করতে পারছে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

.