World Fastest Continent: এশিয়ার দিকে ধেয়ে আসছে দুনিয়ার সবচেয়ে দ্রুতগতির মহাদেশ, ওলটপালট হয়ে যাবে ভারত-পাকিস্তান!

World Fastest Continent: বিজ্ঞানীরা বলছেন, ৮ কোটি বছর আগে অস্ট্রেলিয়া আন্টার্টিকা থেকে আলাদা হয়ে যায়। তার পর গত ৫ কোটি বছর ধরে সেটি উত্তর দিয়ে অগ্রসর হচ্ছে

Updated By: Feb 23, 2025, 01:39 PM IST
World Fastest Continent: এশিয়ার দিকে ধেয়ে আসছে দুনিয়ার সবচেয়ে দ্রুতগতির মহাদেশ, ওলটপালট হয়ে যাবে ভারত-পাকিস্তান!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পৃথিবীর মহাদেশগুলি এক একটি প্লেটের উপর ভাসছে। আরও সেগুলি নিরন্তর নড়াচড়া করছে। যখন একটি প্লেট অন্য একটি প্লেটকে ধাক্কা মারে তখনই হয়ে যায় ভূমিকম্প। অস্ট্রেলিয়া একটি দেশ হলেও এটি একটি মহাদেশও। শুধু তাই নয় এটি হল দুনিয়ার সবচেয়ে দ্রুতগতির চলমান মহাদেশ। এটি চলে আসছে এশিয়ার দিকে। এটি সরে যাচ্ছে বছরে ২.৮ ইঞ্জি করে। ঠিক যেমন মানুষের নখ বাড়ে সেই গতিতে। এই গতি খুব কম মনে হলেও লক্ষ লক্ষ বছর পর অস্ট্রলিয়ার এই গতি বিরাট ভৌগলিক পরিবর্তন ঘটিয়ে দেবে। বদলে যাবে আবহাওয়া, ভূপ্রকৃতি।

আরও পড়ুন-১৯ জেলায় বজ্রপাত ও ঝড়বৃষ্টি! বসন্তকে সরিয়ে আসরে নেমে-পড়া এই হঠাৎ-বর্ষায় কেন কয়েক ডিগ্রি কমছে তাপমাত্রা?

২০০৯ সাল থেকে বিষয়টি লক্ষ্য করছেন কার্টিন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ঝ্য়াং ঝিয়াং লি। তাঁর অভিমত, আমরা মানি বা না মানি অস্ট্রেলিয়ায় সঙ্গে এশিয়ার একটা সংঘর্ষ হচ্ছেই। এরকম জিনিস পৃথিবীতে বহুবার হয়েছে।

বিজ্ঞানীরা বলছেন, ৮ কোটি বছর আগে অস্ট্রেলিয়া আন্টার্টিকা থেকে আলাদা হয়ে যায়। তার পর গত ৫ কোটি বছর ধরে সেটি উত্তর দিয়ে অগ্রসর হচ্ছে। একসময় এই অস্ট্রেলিয়া এশিয়াকে এসে ধাক্কা দেবে। এই সংঘর্ষ শুধু যে দুনিয়ার ভূগোলকে বদল দেবে তা নয়, দুনিয়ার জীব বৈচিত্রকেও পাল্টে দেবে এই ঘটনা। অস্ট্রেলিয়া থাকে ক্যাঙ্গারু, ওয়েমব্যাটের মতো কিছু জীব। তারা হয়তো উধাও হয়ে যেতে পারে।

অস্ট্রেলিয়া কবে এশিয়াকে এসে ধাক্কা দেবে তা অনেক পরের বিষয়। কিন্তু বিজ্ঞানীরা বলছেন মহাদেশগুলির ক্রমশ সরে যাওয়া জিপিএস কোঅর্ডিনেট সিস্টেমকেও ১.৫ মিটার সরিয়ে দিয়েছে। এর জন্য এবার অস্ট্রেলিয়াকে তার নেভিগগেশন সিস্টেম, স্যাটেলাইট ম্যাপিং টেকনোলজির বদল করতে হবে। 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.