রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের রুখতে ২০টি নৌকা ভেঙে ফেলল বাংলাদেশের সীমান্তরক্ষীরা
Updated By: Oct 5, 2017, 08:04 PM IST
ওয়েব ডেস্ক: রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের পরিবহণ করে এমন ২০টি নৌকা ভেঙে দিল বাংলাদেশের নিরাপত্তারক্ষীরা। সংবাদ সংস্থা রয়েটার্সের সূত্রের এই খবর মিলেছে খবরে জানানো হয়েছে মঙ্গলবার রাতে বাংলাদেশের শাহ পরীর দ্বীপের কাছে অভিযান চালায় বাংলাদেশের সীমান্তরক্ষীরা। সেদেশের প্রশাসনের দাবি, রোহিঙ্গাদের অনুপ্রবেশ ছাড়াও চোরাকারবার ও মাদক পাচারে ব্যবহৃত হত নৌকাগুলি।
অভিযোগ, অভিযানের সময় বেশ কিছু স্থানীয়কে মারধর করে বিজিবির জওয়ানরা। যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজিবি। তাদের দাবি, মানব ও মাদকপাচার রুখতেই এই পদক্ষেপ করেছে তারা। নিয়ম ভেঙে নৌকাগুলি যাত্রী পরিবহণ করছিল বলে দাবি বিজিবির।
রয়েটার্স জানিয়েছে, ওই নৌকাগুলিতে করে মায়ানমার থেকে পালানোর জন্য রোহিঙ্গাদের থেকে ১০,০০০ টাকা করে আদায় করছে নৌকার বাংলাদেশি মালিকরা। ষদিও অনেকে জানিয়েছেন, কোনও পয়সা দিতে হয়নি তাদের।