Bangladesh: ফিরছে আওয়ামী লিগ! বাংলাদেশজুড়ে অবরোধ ও ধর্মঘটের ডাক হাসিনার দলের...
Bangladesh: 'সরকার বাধা দেওয়ার চেষ্টা করলে, কড়া ব্য়বস্থা নেওয়া হবে'।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বদলের বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানো পালা। স্রেফ সাধারণ ধর্মঘট নয়, শেখ হাসিনার বিরুদ্ধে 'মিথ্যা অভিযোগে'র প্রতিবাদে দেশজুড়ে অবরোধেরও ডাক দিল আওয়ামী লিগ।
গতকাল, মঙ্গলবার রাতেই এক বিবৃতিতে প্রতিবাদ কর্মসূচির সময় ও দাবি জানিয়ে দেওয়া হয়েছে। সঙ্গে হুঁশিয়ারি, 'সরকার বাধা দেওয়ার চেষ্টা করলে, কড়া ব্য়বস্থা নেওয়া হবে'। বিবৃতিতে উল্লেখ, ১ ফেব্রুয়ারি থেকে ৫ ফ্রেরুয়ারি বিভিন্ন এলাকা লিফলেট বিলি করবেন দলের কর্মীরা। প্রথম প্রতিবাদ মিছিল হবে ৬ ফ্রেরুয়ারি, দ্বিতীয়টি ১০ তারিখে। এরপর ১৬ ফেব্রুয়ারি দেশজুড়ে অবরোধ কর্মসূচিতে শামিল হবেন আওয়ামী লিগের কর্মী-সমর্থকরা। সবশেষে ১৮ ফ্রেব্রুয়ারি আওয়ামি লিগের ডাকে বাংলাদেশে সাধারণ ধর্মঘট।
চতুর্থবার বাংলাদেশে প্রধানমন্ত্রীর কুর্সিতে বসেছিলেব হাসিনা, কিন্তু মেয়াদ শেষ করতে পারেননি। প্রবল বিক্ষোভের মুখে স্রেফ পদত্যাগ নয়, দেশ ছাড়তে বাধ্য হন তিনি। কবে? ৫ অগাস্ট। প্রাক্তন প্রধানন্ত্রীর বিরুদ্ধে খুন-সহ একাধিক মামলা গ্রেফতারি পরোয়ানা জারি করেছে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার। হসিনার বিরুদ্ধে সমস্ত মামলায় প্রত্য়াহারের দাবিতেই পথে নামছে আওয়ালী লিগ। সঙ্গে দেশজুড়ে হিংসা ও সংখ্য়ালঘু নিপীড়নের বিরুদ্ধেও সরব একদা বাংলাদেশের শাসকদল।
আরও পড়ুন: Bangladesh: ইতিহাসের ঢাকা! শহরের স্থাপত্য-সঙ্গমে এক স্রোতে এসে মিশেছে বৌদ্ধ ও ইসলামি ধারা...
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)