সিরিয়ায় ফের রাসায়নিক হামলার অভিযোগ, মৃত কমপক্ষে ১০০
বিষাক্ত রাসায়নিক গ্যাস হামলায় প্রায় ১০০ জনের মৃত্যু অভিযোগ উঠল সিরিয়ায়। ৪০০ জনেরও বেশি শ্বাসকষ্টে ভুগছে। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে।
![সিরিয়ায় ফের রাসায়নিক হামলার অভিযোগ, মৃত কমপক্ষে ১০০ সিরিয়ায় ফের রাসায়নিক হামলার অভিযোগ, মৃত কমপক্ষে ১০০](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/04/05/82423-syria-chemical-attack.jpg)
ওয়েব ডেস্ক : বিষাক্ত রাসায়নিক গ্যাস হামলায় প্রায় ১০০ জনের মৃত্যু অভিযোগ উঠল সিরিয়ায়। ৪০০ জনেরও বেশি শ্বাসকষ্টে ভুগছে। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে।
মঙ্গলবার বিদ্রোহী অধ্যুষিত ইদলিব প্রদেশের খান শেখু শহরে যুদ্ধবিমানে করে বিষাক্ত গ্যাস ছড়ানো হয়েছে বলে অভিযোগ। সিরিয়ার সরকারি বাহিনী যদিও আগাগোড়াই হামলার দায় অস্বীকার করেছে।
রাষ্ট্রপুঞ্জের তদন্ত রিপোর্ট যদিও বলছে যে, এর আগেও ২০১৪-১৫ সালে অন্তত তিনবার রাসায়নিক অস্ত্র প্রয়োগ করা হয়। তবে কোনও অভিযোগই স্বীকার করেনি সিরিয়া সরকার। গোটা ঘটনা নিয়ে আজই জরুরি বৈঠকে বসছে রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদ।
আরও পড়ুন, ভারত-পাক ইস্যুতে মার্কিন মধ্যস্থতার প্রস্তাব খারিজ ভারতের পক্ষ থেকে