Afghanistan Earthquake: ভয়াবহ ভূমিকম্প আফগানিস্তানে! মৃত কমপক্ষে ২৫০, আহত বহু
পাকতিকা, নানগরহর এবং খোস্ত। এর মধ্যে পাকতিকা প্রদেশে ভয়াবহ আঘাত হেনেছে এই ভূমিকম্প। সব মিলিয়ে মৃত্যু ঘটেছে কমপক্ষে ২৫০ জনের। আহত বহু।
Updated By: Jun 22, 2022, 12:07 PM IST
![Afghanistan Earthquake: ভয়াবহ ভূমিকম্প আফগানিস্তানে! মৃত কমপক্ষে ২৫০, আহত বহু Afghanistan Earthquake: ভয়াবহ ভূমিকম্প আফগানিস্তানে! মৃত কমপক্ষে ২৫০, আহত বহু](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2022/06/22/379651-afearth.jpg)
নিজস্ব প্রতিবেদন: আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প অনুভূত হল। ঘনজনবসতিপূর্ণ স্থানে এই কম্পন অনুভূত হওয়ায় প্রচুর ক্ষতি হয়। বুধবার ভোরে এ ভূমিকম্প আঘাত হানে বলে জানা যায়।
আফগানিস্তানের অন্ততপক্ষে তিনটি জায়গায় ক্ষয়ক্ষতি সব চেয়ে বেশি। পাকতিকা, নানগরহর এবং খোস্ত। এর মধ্যে পাকতিকা প্রদেশে ভয়াবহ আঘাত হেনেছে এই ভূমিকম্প। সব মিলিয়ে মৃত্যু ঘটেছে কমপক্ষে ২৫০ জনের। আহত বহু।
রিখটারে ৬.১ মাত্রার এই ভূমিকম্পে কেঁপে ওঠে আফগানিস্তান ও পাকিস্তানের কিছু এলাকা। ভূমিকম্পের উৎপত্তিস্থল আফগানিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় খোস্ত শহর থেকে ৪৪ কিলোমিটার দূরে ছিল বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক সংস্থা ইউএসজিএস।