এটাই বিশ্বের 'আদর্শ মন্ত্রিসভা', যেখানে পরিবহণ মন্ত্রী একজন মহাকাশচারী, ক্রীড়ামন্ত্রী অলিম্পিয়ান

এ দেশের মন্ত্রিসভাটাকে গোটা বিশ্বের মডেল বলা চলে। দেশটা হল বিশ্বের সবচেয়ে শিক্ষিত দেশ কানাডা। কিন্তু কেন?আসলে বিশ্বের সর্বত্র মন্ত্রীদের তালিকা দেখলে নানা বৈষ্যমের অভিযোগ ওঠে। কোথাও সেই বৈষ্যম জাতি-ধর্ম, কোথাও আবার বলা হয় ঘনিষ্ঠতা-আনুগত্যের বৈষমে। কিন্তু কানাডায় জাস্টিন ট্রুডোর মন্ত্রিসভার কথা শুনলে অবাক হতে হয়। কেন?নিচের পয়েন্টগুলো দেখে নিজেই দেখে নিন--

Updated By: Jun 21, 2016, 05:32 PM IST
এটাই বিশ্বের 'আদর্শ মন্ত্রিসভা', যেখানে পরিবহণ মন্ত্রী একজন মহাকাশচারী, ক্রীড়ামন্ত্রী অলিম্পিয়ান

ওয়েব ডেস্ক: এ দেশের মন্ত্রিসভাটাকে গোটা বিশ্বের মডেল বলা চলে। দেশটা হল বিশ্বের সবচেয়ে শিক্ষিত দেশ কানাডা। কিন্তু কেন?আসলে বিশ্বের সর্বত্র মন্ত্রীদের তালিকা দেখলে নানা বৈষ্যমের অভিযোগ ওঠে। কোথাও সেই বৈষ্যম জাতি-ধর্ম, কোথাও আবার বলা হয় ঘনিষ্ঠতা-আনুগত্যের বৈষমে। কিন্তু কানাডায় জাস্টিন ট্রুডোর মন্ত্রিসভার কথা শুনলে অবাক হতে হয়। কেন?নিচের পয়েন্টগুলো দেখে নিজেই দেখে নিন--

কানাডার ২৩তম প্রধানমন্ত্রী হিসেবে গত বছর পদে বসেন ৪৩ বছর বয়সী জাস্টিন ট্রুডো। লিবারেল পার্টির নেতৃত্বে থাকা ট্রুডোর সঙ্গে শপথ নিয়েছেন তাঁর মন্ত্রিসভার ৩০ সদস্য। নতুন মন্ত্রিসভায় স্থান পাওয়া মন্ত্রীদের বয়স ৩৫ থেকে ৫০ বছরের মধ্যে।

ট্রুডোর এই মন্ত্রিসভায় পুরুষ ও মহিলা প্রতিনিধির সংখ্যা ৫০:৫০। ৩০ জনের মন্ত্রিসভায় ১৫ জন পুরুষ, ১৫ জন মহিলা।

এই দেশের প্রতিরক্ষা মন্ত্রী হলেন সেনা অফিসার।

দেশের পরিবহণ মন্ত্রী মহাকাশচারী। ওনার নাম মার্ক গার্নেআউ।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী মেডিক্যাল জিওগ্রাফার।

দেশের ক্রীড়ামন্ত্রী একজন প্যারা অলিম্পিকে পদক জয়ী অ্যাথলিট।

আইন মন্ত্রী হলেন মানবাধিকার কমিশনের আইনজীবী।

দেশের শিক্ষামন্ত্রী স্কুল জীবনে বরাবর ফার্স্ট বয় ছিলেন। উচ্চশিক্ষায় তুখোড় ছাত্র।

 

Tags:
.