৭০ টাকায় বছরভর ফ্রি ইন্টারনেট, সঙ্গে টকটাইমও!
Updated By: Aug 16, 2017, 12:48 PM IST
![৭০ টাকায় বছরভর ফ্রি ইন্টারনেট, সঙ্গে টকটাইমও! ৭০ টাকায় বছরভর ফ্রি ইন্টারনেট, সঙ্গে টকটাইমও!](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/08/16/90884-relience.jpg)
ওয়েব ডেস্ক: মাত্র সত্তর টাকা। তাতে একবছরের ইন্টারনেট। সঙ্গে আবার ছাপান্ন টাকার টক টাইম। দাদা মুকেশ অম্বানীর জিওকে টেক্কা দিতে এবার চমকপ্রদ অফার আনল অনিল অম্বানীর রিলায়েন্স। তবে ফোরজি বা থ্রিজি নয়, ৭০ টাকায় একবছরের জন্য টুজি ডেটা দিচ্ছে রিলায়েন্স মোবাইল। সংস্থার পক্ষ থেকে টুইট করে এই অফারের কথা জানানো হয়েছে।
অফারের জন্য দু’টি শর্তের কথা বলা হয়েছে।
প্রথমত, জিএসএম সিমে এক বছরের জন্য দৈনিক ১ জিবি করে টুজি ডেটা পাওয়া যাবে।
দ্বিতীয়ত, এলটিই সিমের ক্ষেত্রে প্রতি মাসে ১ জিবি করে টুজি ডেটা পাওয়া যাবে।
কিছুদিন আগেই ১৪৭ টাকায় ২৮ দিনের জন্য দৈনিক ১ জিবি করে ডেটা দেওয়ার কথা জানিয়েছিল এই সংস্থা।
Tags: