এবার ATM থেকেও করা যাবে Jio-র প্রিপেড রিচার্জ!
অনলাইনে রিচার্জ করা গেলেও ইন্টারনেট পরিষেবা না থাকলে কিছুই করা যাবে না! তাই এবার Jio নিয়ে এল প্রিপেইড রিচার্জের বিশেষ সুবিধা।
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/styles/zm_98x58/public/2019/01/24/171263-sudip2.jpg?itok=f8x2KbO2)
![এবার ATM থেকেও করা যাবে Jio-র প্রিপেড রিচার্জ! এবার ATM থেকেও করা যাবে Jio-র প্রিপেড রিচার্জ!](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/03/31/242023-atm-jio.jpg)
নিজস্ব প্রতিবেদন: করোনাভাইরাসের প্রকোপে সারা দেশ জুড়ে চলছে লকডাউন। আর এই লকডাউনের জন্য বন্ধ রিচার্জে দোকানগুলিও। তাহলে রিচার্জ শেষ হয়ে গেলে কী করবে সাধারণ মানুষ? অনলাইনে রিচার্জ করা গেলেও ইন্টারনেট পরিষেবা না থাকলে কিছুই করা যাবে না! তাই এবার Jio নিয়ে এল প্রিপেইড রিচার্জের বিশেষ সুবিধা। Relience Jio টুইট করে জানিয়েছে, দেশের নির্দিষ্ট কিছু ব্যাঙ্কের ATM থেকে Jio নাম্বারে রিচার্জ করা যাবে। অনেকেই স্মার্টফোন ব্যবহার করেন না। তাঁদের জন্য এই সুবিধা অনেক বেশি কার্যকরী হবে।
Jio রিচার্জের জন্য লাগবে না কোনও OTP। এইচডিএফসি ব্যাঙ্ক, ডিবিসি ব্যাঙ্ক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, আইসিআইসিআই ব্যাঙ্ক, আইডিবিআই ব্যাঙ্ক, আইডিএফসি ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্ক ইত্যাদি ব্যাঙ্কের ATM-এ পাওয়া যাবে সুবিধা। এবার হয়তো আপনি ভাবছেন ATM থেকে আবার কী ভাবে Jio নাম্বারে রিচার্জ রিচার্জ করা যাবে। তাহলে আসুন জেনে নেওয়া যাক...
* ATM-এ ডেবিট অথবা ক্রেডিট কার্ড দেবেন।
* তারপর রিচার্জ অপশনে যাবেন।
* এরপর আপনার Jio নম্বরটি টাইপ করুন।
* এবার এন্টার অপশনে ক্লিক করুন।
* এরপর আপনি কত টাকার রিচার্জ করতে চান সেটা দিয়ে দিন।
* এরপর আবার এন্টার অপশনে ক্লিক করুন।
* এরপর ATM-এ ও দেখিয়ে দেওয়া হবে জিও রিচার্জ হয়েছে কিনা এবং আপনার ফোনে চলে আসবে Jio রিচার্জ এর মেসেজ।