২২৪ জিবি ডেটা দেবে রিলায়েন্স জিও
এই জুলাইতেই শেষ হচ্ছে রিলায়েন্স জিও'র 'সামার সারপ্রাইজ' আর 'ধন ধনা ধন' অফার। তারপর কী করবেন, ভেবেছেন? ৩১ জুলাইয়ের পর নয় নতুন ট্যারিফ নয় অন্য কোনও পন্থা নিয়ে জিওতে 'অ্যাকটিভ' থাকতে হবে, এটা যারা ভাবছিলেন তাদের অবাক করতে জিও নিয়ে আসছে আরও চমক। 'সামার সারপ্রাইজ' আর 'ধন ধনা ধন' অফার, এই দুইয়ের থেকেও বেশি ডেটা পরিষেবা দেওয়ার কথা ভাবছে মুকেশ আম্বানির রিলায়েন্স জিও। ৫০৯ টাকায় ২২৪ জিবি ফোর জি ডেটা। হ্যাঁ। আপনি ঠিক পড়েছেন। ২২৪ জিবি ফোর জি ডেটা ৫০৯ টাকায়, এই অফারই নিয়ে আসবে রিলায়েন্স জিও। সূত্রের খবর অনুযায়ী একমাত্র JioFi উপভোক্তারা এই পরিষেবা উপভোগ করতে পারবেন। নতুন 'জিওফাই' (JioFi) ডিভাইস এবং নতুন জিও সিম কার্ড কিনে এই অফার উপভোগ করতে পারবেন ইচ্ছুক ক্রেতারা, জানিয়েছে মুকেশ আম্বানির টেলিকম সংস্থা রিলায়েন্স জিও। এই নতুন পরিষেবায় একজন উপভোক্তা ডেটার সঙ্গেই পেয়ে যাবেন ফ্রি ভয়েস কল, ফ্রি এসএমএস এবং ফ্রি জিও অ্যাপ সাবস্ক্রিপশন, দাবি এনডিটিভি'র প্রতিবেদনে।
![২২৪ জিবি ডেটা দেবে রিলায়েন্স জিও ২২৪ জিবি ডেটা দেবে রিলায়েন্স জিও](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/07/04/88703-jio.jpg)
ওয়েব ডেস্ক: এই জুলাইতেই শেষ হচ্ছে রিলায়েন্স জিও'র 'সামার সারপ্রাইজ' আর 'ধন ধনা ধন' অফার। তারপর কী করবেন, ভেবেছেন? ৩১ জুলাইয়ের পর নয় নতুন ট্যারিফ নয় অন্য কোনও পন্থা নিয়ে জিওতে 'অ্যাকটিভ' থাকতে হবে, এটা যারা ভাবছিলেন তাদের অবাক করতে জিও নিয়ে আসছে আরও চমক। 'সামার সারপ্রাইজ' আর 'ধন ধনা ধন' অফার, এই দুইয়ের থেকেও বেশি ডেটা পরিষেবা দেওয়ার কথা ভাবছে মুকেশ আম্বানির রিলায়েন্স জিও। ৫০৯ টাকায় ২২৪ জিবি ফোর জি ডেটা। হ্যাঁ। আপনি ঠিক পড়েছেন। ২২৪ জিবি ফোর জি ডেটা ৫০৯ টাকায়, এই অফারই নিয়ে আসবে রিলায়েন্স জিও। সূত্রের খবর অনুযায়ী একমাত্র JioFi উপভোক্তারা এই পরিষেবা উপভোগ করতে পারবেন। নতুন 'জিওফাই' (JioFi) ডিভাইস এবং নতুন জিও সিম কার্ড কিনে এই অফার উপভোগ করতে পারবেন ইচ্ছুক ক্রেতারা, জানিয়েছে মুকেশ আম্বানির টেলিকম সংস্থা রিলায়েন্স জিও। এই নতুন পরিষেবায় একজন উপভোক্তা ডেটার সঙ্গেই পেয়ে যাবেন ফ্রি ভয়েস কল, ফ্রি এসএমএস এবং ফ্রি জিও অ্যাপ সাবস্ক্রিপশন, দাবি এনডিটিভি'র প্রতিবেদনে।